বাঁশখালীতে হাতির জন্য দেওয়া ফাঁদে নারীর মৃত্যু

71

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের অভ্যারখীল এলাকায় হাতি তাড়াতে লাগানো বিদ্যুৎ তারে জড়িয়ে দিলোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত দিলোয়ারা স্থানীয় সালেহ আহমদের স্ত্রী। গতকাল শনিবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নিজের কাঁকরোল খেতে কাজ করতে গেলে দিলোয়ারা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানে এক ব্যক্তি হাতির উপদ্রব থেকে পেঁপে বাগান রক্ষায় চারপাশে বিদ্যুৎ তার জড়িয়ে দেন। সে তারে জড়িয়েই মারা যান দিলোয়ারা। ঘটনার পরপরই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জানা যায়, গত রমজান মাসে আরো একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। এরপরেও মালিকপক্ষের টনক না নড়েনি। যে কারণে দ্বিতীয় ঘটনায় এই নারীর মৃত্যু হলো।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম মজুমদার পূর্বদেশকে বলেন, হাতি তাড়াতে খেতের চারপাশে লাগানো বিদ্যুৎ তারে জড়িয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চেয়েছেন। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ায় স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ দেয়া হবে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।