বাঁশখালীতে প্রতিবন্ধীদের উপকরণ বিতরণ

50

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও সিবিএম-এর সহযোগিতায় বাস্তবায়নরত স্ট্রেন্দেনিং কমিউনিটি বেজড ইনক্লুসিভ ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (এসসিবিআইডি)-বি প্রকল্পের উদ্যোগী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সম্প্রতি সাধনপুর ও খানখানাবাদ ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সক্ষমতা অর্জনের জন্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধিতার ধরণ অনুযায়ী এ্যাসেসমেন্ট করা হয়। তারপর অগ্রাধিকার ভিত্তিতে সাধনপুর ইউনিয়নে ১১জন ও খানখানাবাদ ইউনিয়নে ৪ জনসহ মোট ১৫ জনের চুড়ান্ত একটি তালিকা করে ১টি টয়লেট হুইল চেয়ার, ১টি নরমাললাটি, ১ জোড়া অক্সিলারী ক্র্যাচ, ১টি স্ট্যান্ডিং ফ্রেম (ট্রে সহ), ৫টি কোমরের বেল্ট, ২টি হ্যান্ড স্পিলিন্ট, ৩ জোড়া ব্যাকসালাপ ও ১টি হেয়ারিং মোল্ড তাদের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেএসইউএস’র সিনিয়র সহকারী পরিচালক এম এ আসাদ। আলোচক ছিলেন বাঁশখালী শাখা ব্যবস্থাপক বিপ্লব বিশ্বাস ও এসসিবিআইডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মির্জা বদরুল ইসলাম বেগ। বিজ্ঞপ্তিবাঁশখালীতে প্রতিবন্ধীদের উপকরণ বিতরণ