বাঁশখালীতে পূবালী ব্যাংকের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

168

বাঁশখালীতে পূবালী ব্যাংকের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় পূবালী ব্যাংক বাঁশখালী শাখা মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকরা তাদের মতামত প্রদান করেন। পূবালী ব্যাংক বাঁশখালী শাখার কর্মকর্তারা বলেন, ১৯৫৯ সালের ১৯ মে পূবালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এই ব্যাংক সকল শ্রেণি-পেশার মানুষের ব্যাংক। সারা বাংলাদেশে এই ব্যাংকের মোট ৪৭৩টি শাখা রয়েছে। বাঁশখালীতে পূবালী ব্যাংকের আরো একটি শাখা খোলার কাজ চলমান রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সত্যজিৎ আচার্য্য, প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক নুরুল মোমেন। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুল মোস্তফা, নাজেম উদ্দিন, জাহেদুল ইসলাম চৌধুরী, মো. আরিফুজ্জামান, মো. ইলিয়াস, বেলাল আহমেদ, মো. শরীফুজ্জামান, মো. আবদুল্লাহ, আব্দুল আলীম, মাহফুজুর রহমান, আবু তাহের, মবিনুল হক এবং মোজাম্মেল হক। গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম আল হোসাইন, নীলকণ্ঠ দাশ, ছৈয়দুল আলম, হাবিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি