বাঁশখালীতে দু পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

31

বাঁশখালীর সরল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘটিত এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিতে আহতরা হলেন- মোহাম্মদ হোসেন (৩৫), মোহাম্মদ লোকমান (১২) ও মোহাম্মদ ফরহাদ (১৯)।
বাঁশখালী হাসপাতাল সূত্র জানায়, আহতাবস্থায় তিনজনকেই হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক। তার পেট দিয়ে গুলি ঢুকে পিঠ দিয়ে বের হয়েছে। এছাড়াও হোসেনের পায়ে এবং ফরহাদের মুখে গুলি লেগেছে। তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত লোকমানের চাচা আনোয়ার হোসেন জানান, বাড়িতে ফেরার পথে জাফরের লোকেরা গুলি চালিয়েছে। এতে আমার ভাতিজাসহ কয়েকজন আহত হয়েছে। এরা দীর্ঘদিন ধরে আমাদের হুমকি ধমকি দিয়ে আসছিল।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম মুজমদার পূর্বদেশকে বলেন, স্থানীয় জাফর মেম্বার ও নুর মোহাম্মদের পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছেন।