বাঁশখালীতে কে.এম. ছমিউদ্দীন ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

57

বাঁশখালীতে বীর মুক্তিযোদ্ধা কে.এম. ছমিউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সম্প্রতি সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি কে.এম. সালাহ্উদ্দীন কামাল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি চেয়ারম্যান আলহাজ মঞ্জুরুল হক চৌধুরী ও সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. অনুপম বিশ্বাস। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃষিকেশ ভট্টাচার্য্য, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ধর। বিজ্ঞপ্তি
চন্দনাইশে ৮৪২ পিচ ইয়াবাসহ আটক ১

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ থানা পুলিশ গত ২ ফেব্রুয়ারি রাতে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ৮৪২ পিচ ইয়াবাসহ মো. আনোয়ার হোসেন (৪৯) কে আটক করে।
সে সীতাকুন্ড মৃত মো. রুহুল আমিনের ছেলে বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গত ৩ ফেব্রুয়ারি আদালতে প্রেরণ করা হয়। এ দিকে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারী প্ররোয়ানা মূলে পশ্চিম ধোপাছড়ির জাহাঙ্গীর আলমের ছেলে নাছির উদ্দীন (৫১), জাফরাবাদের নাছির আহমদের ছেলে রবিউল হাসান রুবেল (২৭) কে আটক করে। আটককৃত দের গত ৩ ফেব্রুয়ারি আদালতে প্রেরণ করা হয়।

নলান্ধায় হযরত খাজা গরীব আলী শাহেন শাহ্ ওরশ ৯ ফেব্রুয়ারি

আগামী ৯ ফেব্রুয়ারি পটিয়া উপজেলার নলান্ধায় আলী নেওয়াজ দরবার শরীফে মোরশেদেনা কেবলা কাবা বাকাবিল্লাহ, ফানাফিল্লাহ্, ছৈয়দেনা মুশকিল খোশা, বাবাজান কেবলা কাবা, হযরত ছৈয়দ খাজা গরীব আলী শাহেন শাহ্ (রহ:) আল মাইজভান্ডারী বার্ষিক ওরশ উন নবী উদ্যাপিত হবে। পবিত্র ওরশ উন নবী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষে এন্তেজামিয়া কমিটি এক প্রস্তুতি সভা আলহাজ্ব হযরত খাজা কামাল পাশা গরীবি চিশতী আল মাইজভান্ডারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন আওলাদ শাহজাদা মাওলানা ছৈয়দ শাহ্ আলম গরীবি, নজির আহমদ গরীবি, বদিউল আলম গরীবি, মো: মুসলিম, মো: মামুনুর রশিদ, মো: হারুন, মো: আবছার, মো: জসিম, মো: মিয়া, গোলাম মো:, আমানত উল্লাহ, মোজাম্মেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। ওরশ কর্মসূচীতে রয়েছে রওজা গোসল, মিলাদ মাহফিল, খতমে কোরআন, গিলাব ছড়ানো, ছেমা মাহফিল, আখেরী মুনাজাত ও তবরুক বিতরণ। বিজ্ঞপ্তি