বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ

58

বাঁশখালীর জঙ্গল পুঁইছড়ি মৌজার ইজারাকৃত দাগের বাইরে গিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনগত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। গত ৮ সেপ্টেম্বর পূর্ব পুঁইছড়ি মিয়াবাড়ির মঞ্জুরুল আলম চৌধুরীর দেয়া আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পাঠানো এক চিঠিতে এমন নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের রেভিনিউ ডেপুটি কালেক্টর মু. মাহমুদ উল্লাহ মারুফ। চিঠির একটি কপি আবেদনকারীর কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলার জঙ্গল পুঁইছড়ি মৌজার বি.এস খতিয়ান নং-১, বি.এস ৬২০ দাগে ০.৬০ একর জমি নিয়ে জঙ্গল পুঁইছড়ি বালুমহাল। ১৪২৬ বাংলা সনে বালুমহালটির ইজারা পান কুতুব উদ্দীন এন্টারপ্রাইজ। ইজারাকৃত ৬২০ দাগের বাইরে গিয়ে আবেদনকারীর মৌরসিসূত্রে প্রাপ্ত বি.এস ১২৪৬, ১২৪৭, ১২৫১ ও ১২৫৫ দাগাদির ৪.২০ একর সম্পত্তি হতে বেআইনিভাবে বালু উত্তোলন করছে উল্লেখ করে জরুরিভিত্তিতে বালু উত্তোলন বন্ধ করতে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ ড্রেজার মেশিন জব্দ করতে আবেদন করেন। এ আবেদনের সত্যতা যাচাইপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখলকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয় চিঠিতে।
এ বিষয়ে চট্টগ্রামের রেভিনিউ ডেপুটি কালেক্টর মু. মাহমুদ উল্লাহ মারুফ পূর্বদেশকে বলেন, ‘হয়তো একটি চিঠি ইস্যু করেছি। অফিস সময়ে নিশ্চিত হওয়া যাবে।’