বস্তিবাসীদের উচ্ছেদ নয় পুনর্বাসন করতে হবে

37

বস্তিবাসিদের পূর্ণবাসন না করে বস্তি উচ্ছেদ করা অগণতান্ত্রিক সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবেন বহিঃপ্রকাশ। বস্তিবাসী নগর জীবন বাঁচিয়ে রেখেছে। পরিবহন, অফিস-আদালত, কাজের বুয়া, বাসার নিরাপত্তাকর্মীসহ নানা পেশায় বস্তিবাসীরা যুক্ত। তাদের বাদ দিয়ে নগর সচল হতে পারে না। শহর বাঁচাতে বস্তি উচ্ছেদ নয় বরং পুনর্বাসন করা প্রয়োজন। বস্তিবাসীর জন্য বহুতল ভবন গড়ে তুলে দীর্ঘমেয়াদি কিস্তিতে অ্যাপার্টমেন্ট দেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি গত ১৯ অক্টোবর শনিবার সকালে নগরীর বাটালী রোডের জামতলা কলোনী ও বয়লার এভিনিউ এলাকার উচ্ছেদ করা এলাকা পরিদর্শন ও বস্তিবাসীকে শান্ত¡না দিতে গিয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি বিধায় সাধারণ জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ নেই। জামতলা কলোনী ও বয়লার এভিনিউ এলাকার মানুষ দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করে আসলেও সরকার বিনা নোটিশে উচ্ছেদ করে রাস্তায় নামিয়ে দিয়েছে। পরে তিনি নগরীর জহুর হকার্স মাকের্টে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন এবং সর্বস্ব হারানো ব্যবসায়ীদের সাথে কথা বলে সমাবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, কোতোয়ালী থানা বিএনপি সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর বিএনপির সহ প্রশিক্ষণ সম্পাদক সালাহ উদ্দিন লাতু, সদস্য ইউসুফ সিকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নূর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ উল্লাহ রাশেদ, আলকরণ ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক জসিম মিয়া, নগর যুবদলের সহসাধারণ সম্পাদক মো. নওশাদ, সহ সম্পাদক সালাহ উদ্দিন, বিএনপি নেতা আবু মুসা, মো. বেলাল উদ্দিন, মো. আবুর কালাম, ওসমান গণি, খোরশেদ আলম, ছালে আহমদ, আবদুশ শুক্কুর, মিঠুন দাশ, কামাল মিয়া, সরাফত আলী, ওজি উল্লাহ, আক্কাস মিয়া, এরশাদ উল্লাহ, মো. কামাল উদ্দিন, নাছির উদ্দিন, জহির উদ্দিন, মো. ফারুক, মো. বেলাল, মো. পারভেজ প্রমুখ। বিজ্ঞপ্তি