বলে জীবাণুনাশক ব্যবহার করতে চায় অস্ট্রেলিয়া

27

ম্যাচের সময় বলে জীবাণুনাশক ব্যবহার করা যায় কিনা সেই সম্ভাব্যতা যাচাই করে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জীবাণুনাশক ব্যবহারের ফলে মাঠের খেলায় অন্তত করোনা সংক্রমণের আশঙ্কা কম থাকবে বলে মনে করছে বোর্ডটি। ক্রিকেট অস্ট্রেলিয়ার স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিন ম্যানেজার অ্যালেক্স কোনতোরিস জানিয়েছেন, নিরাপদে খেলা মাঠে ফেরানোর জন্য তারা কিছু নিয়মনীতি অনুসরণের চেষ্টা করছেন। বলে এরইমধ্যে লালা ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করেছে আইসিসির ক্রিকেট কমিটি। কোনতোরিস জানিয়েছেন, লালার বদলে জীবাণুনাশক ব্যবহারে কোনো প্রতিক্রিয়া হয় কিনা তা খতিয়ে দেখছেন তারা।