বলের আঘাতে বৃদ্ধার মৃত্যু

25

বেসবলের আঘাতে ‘লিন্ডা গোল্ডব্লু ম’ নামের ৭৯ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবল লিগের (এমএলবি) ম্যাচে।
৪৯ বছরের মধ্যে প্রথমবার ঘটল এমন ঘটনা। সর্বশেষ ১৯৭০ সালে অ্যালান ফিশ নামের ১৪ বছরের এক কিশোর মারা যায় বেসবলের আঘাতে। কাকতালীয় হলেও দুটি দুর্ঘটনারই সাক্ষী ডজার্স স্টেডিয়াম।
গত বছরের ২৫ আগস্ট ডজার্স স্টেডিয়ামে ৫৯তম বিবাহ বার্ষিকী পালন করেছিলেন লিন্ডা। কে জানতো, এই স্টেডিয়ামেই মৃত্যুবরণ করতে হবে তাকে? ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস ডজার্স আর সান দিয়েগো পাদ্রিসের মধ্যকার ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। ম্যাচের এক পর্যায়ে ঘন্টায় প্রায় ৯৩ মাইল বেগে একটি বল রক্ষণজালের ওপর দিয়ে সরাসরি আঘাত হানে লিন্ডার মাথায়।
দ্রুতই হাসপাতালে নেয়া হয় তাকে। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান লিন্ডা।