বলিভিয়ায় বিমান বিধ্বস্ত, স্পেনীয়সহ নিহত ৬

38

বলিভিয়ার সামরিক বাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য ও চার স্পেনীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার বিকালে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর ত্রিনিদাদের কাছে বিচক্র্যাফট ব্যারন বি-৫৫ বিমানটি বিধ্বস্ত হয় বলে দেশটির বিমান বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সীমান্ত বন্ধ করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলিভিয়ার সরকার। বিদেশে নাগরিকদেরও দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছে তারা। এই পরিকল্পনার অংশ হিসেবেই ওই স্পেনীয় নাগরিকদের ত্রিনিদাদ থেকে বৃহত্তর পরিবহন কেন্দ্র সান্তা ক্রুজে নিয়ে যাওয়া হচ্ছিল। বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বলিভিয়ার কর্তৃপক্ষ একটি প্যানেল গঠন করেছে। আট দিনের মধ্যে তারা ঘটনার বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে বিমান বাহিনী জানিয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, উড্ডয়নের ১২ মিনিট পর বিমানটির ইঞ্জিন কাজ করছে না জানিয়ে ক্রুরা ত্রিনিদাদে ফেরার কথা জানিয়েছিলেন। কিন্তু এর পরপরই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।