বর্ষীয়ান রাজনীতিবিদদের স্মরণাঞ্জলি আগামীকাল

43

জয়বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে ৩০ জুন রবিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিল্পী অচিন্ত্য কুমার দাশ, হানিফুল ইসলাম চৌধুরী, নারায়ণ দাশ, দিলীপ সেনগুপ্ত, রতন ঘোষ, হারাধন নাহা বাসু, মো. ছবির আহমদ প্রমুখ। সভায় আগামী ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে ছয় জন বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা জহুর আহম্মদ চৌধুরী, এম.এ. আজিজ, মানিক চৌধুরী, এম. এ. হান্নান, এম.এ. মন্নান ও মহিউদ্দিন চৌধুরীকে নিবেদিত স্মরণাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে আবুল বশরকে চেয়ারম্যান, ডা. আশীষ চৌধুরী, লায়ন সুজিত দাশ অপু, খোরশেদ আলম, বোরহান উদ্দিন গিফারী, অধ্যক্ষ রতন দাশগুপ্ত, অমর দত্ত, শিমুল দত্ত, সুজিত চৌধুরী মিন্টু, আসিফ ইকবাল, নারায়ণ দাশ, হানিফুল ইসলাম চৌধুরী, দিলীপ সেনগুপ্ত কে কো-চেয়ারম্যান, সজল দাশকে প্রধান সমন্বয়কারী, রূপম মুৎসুদ্দী টিটু, সুজন মজুমদার, মো. কামাল হোসেন, সোহেল তাজ, মো. ছবির আহমদ, শিমুল দাশ, রতন ঘোষ, রতন ভট্টাচার্য, খোকন সুশীল, প্রদীপ নন্দী, রতন দে, সমীরণ পাল, দেবেন্দ্র দাশ দেবু, মো. আকতার, সৈয়দা শাহানা আরা বেগম, রোজী চৌধুরী, শবনম ফেরদৌসী, ডা. শিউলী চৌধুরী, আঁচল, শিমুল রাবেয়া, কাকলী দাশগুপ্তা, মুন্নী নন্দী, জান্নাতুল ফেরদৌস সোনিয়া, বৈশাখী দাশ, অমিতা দেবী, প্রিয়াংকা মন্ডল, তন্ময় দে, সুমন চৌধুরী ও মো. জাফর আলমকে সমন্বয়কারী, অচিন্ত্য কুমার দাশকে সদস্য সচিব করে একটি উদ্যাপন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এবং টিভি ও বেতার শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করবেন। স্মরণাঞ্জলি অনুষ্ঠানে সবাইকে সবান্ধবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য উদ্যাপন কমিটি ও কার্যকরী কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।