বর্ষসেরা কোচের লড়াই

60

প্রিমিয়ার লিগ খেতাবের দৌঁড়ে বেশ কিছুদিন ধরে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের দ্বৈরথ চলছে। লড়াইটা এমন উত্তেজর পর্যায়ে পৌঁছেছে যে, একেবারে শেষ রাউন্ডের ম্যাচে লিগ খেতাবের ফয়সলা হতে চলেছে। এবার প্রিমিয়ার লিগের মৌসুম সেরা কোচের দৌঁড়েও সামিল দুই ঐতিহ্যবাহী দুই ব্রিটিশ ক্লাব। ম্যানসিটি কোচ গুয়ার্দিওলার সঙ্গে সেরা কোচের পুরস্কারের লড়াই লিভারপুল কোচ জার্গেন ক্লপের। যদিও এক্ষেত্রে লড়াই দ্বি-পাক্ষিক নয়। বাছাই করা চার জন কোচের মধ্যে এই দুইজন ছাড়াও রয়েছেন টটেনহ্যাম কোচ মাউরিসিও পোচেত্তিনো এবং উলভস কোচ নুনো এসপিরিতো সানতো।
শেষ ম্যাচ জিতলে গুয়ার্দিওলা প্রিমিয়ার লিগ জামানায় তৃতীয় কোচ হবেন, যিনি খেতাব ধরে রাখবেন। তবে ম্যানসিটি বিন্দুমাত্র হঠকারিতা করলে লিগ খেতাব ছিনিয়ে নিতে পারে লিভারপুল, যারা গোটা মৌসুম লিগে মাত্র একটি ম্যাচ হেরেছে। স্বাভাবিকভাবেই গুয়ার্দিওলাকে কড়া টক্কর দেবেন ক্লপ।শেষ ম্যাচে হার এড়াতে পারলে পোচেত্তিনোর প্রশিক্ষণাধীন টটেনহ্যামের প্রিমিয়ার লিগের প্রথম চারে থাকা নিশ্চিত। হারলেও অবশ্য তাদের চার নম্বর জায়গা ধরে রাখার সম্ভাবনা প্রবল।
অন্যদিকে, উলভস প্রিমিয়ার লিগে উঠে এসেই সাত নম্বর স্থান দখল করেছে। ইতোমধ্যে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, তাতে তাদের অবস্থান বদলাবে না। গত ১৮ বছরে প্রিমিয়ার লিগে উঠে আসা কোনো দল এতো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। সুতরাং কৃতিত্ব প্রাপ্য কোচ নুনোর।