বর্ষসেরার পুরস্কারে ম্যাক্সওয়েলের হ্যাটট্রিক

10

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো গতকাল বর্ষসেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। তাদের প্রকাশিত তালিকায় বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর তাতেই বর্ষসেরা পুরস্কারে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে পরপর দুবার টি-টোয়েন্টিতে বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন তিনি।
২০২০ সালে সারাবছর মিলে খেলা হয়েছে মাত্র ৪৪টি ওয়ানডে। তবু এর মধ্য থেকেই ব্যাটিংয়ে সেরার পুরস্কার জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে সাত নম্বরে নেমে ৯০ বলে ১০৮ রানের ইনিংস খেলার সুবাদে এটি জিতেছেন তিনি। এদিকে বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার পেয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। এছাড়া টেস্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন আজিঙ্কা রাহানে, বোলার জস হ্যাজলউড। টি-টোয়েন্টিতে সেরা ব্যাটসম্যান এবং বোলার যথাক্রমে অ্যারন ফিঞ্চ এবং লকি ফার্গুসন। আর অভিষিক্ত বর্ষসেরা ক্রিকেটার জেমিসন। এদিকে নারী সেরা ব্যাটসম্যান অ্যালিসা হিলি এবং সেরা বোলার ভারতের পুনম যাদব।