বর্তমান প্রজন্মকে গুণী শিল্পীদের আদর্শ অনুসরণ করা উচিত

56

দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) এর উদ্যোগে দেশের বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর স্মরণ অনুষ্ঠান গত ১৭ মে (শুক্রবার) বিকালে নগরীর আন্দরকিল্লা নজির আহমেদ চৌধুরীস্থ ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সিটিবি’র প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আর্য্য সঙ্গীত সমিতির উপাধ্যক্ষ ওস্তাদ নির্মলেন্দু চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। মহান অতিথি ছিলেন সিটিবি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান অরুন কান্তি মল্লি­ক। সিটিবি’র চেয়ারম্যান ডা. নারায়ণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্মরণ অনুষ্ঠান উদ্যাপন পরিষদের আহবায়ক সমীপ দে। অধ্যাপক জনার্দ্দন বণিক ও মাভৈঃ তারানাথ চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্মরণ অনুষ্ঠান উদ্যাপন পরিষদের সমন্বয়ক ব্যাংকার নারায়ণ দাশ, সদস্য সচিব প্রদীপ দাশ পরাগ, অধ্যাপক প্রিয়তোষ চৌধুরী, অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী, জিকু দত্ত, শিক্ষক উত্তম চক্রবর্তী, রাজিব দে, ঔপন্যাসিক দুলাল মল্লিক, নারীনেত্রী রুমকি সেনগুপ্ত, স্বপন সেন, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক প্রমুখ। গীতাপাঠ করেন মাভৈঃ সমীরণ চক্রবর্তী। উপস্থিত ছিলেন অধ্যাপক মৃণাল বণিক, তপন ধর, যুবরাজ মলি­ক, বিভাস দাশ, সুমন দাশ, গুরুসদয় বিশ্বাস, তাপস তালুকদার, শিক্ষক চম্পা নন্দী, অঞ্জন দাশ, হিরো চৌধুরী, শ্যামল দেব, সৈকত দে, জিকু দে, রাতুল দে প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মাভৈঃ বীণা দেবী। অনুষ্ঠানে শিল্পীর প্রতি শ্রদ্ধা ও আত্মার শান্তির কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি