বর্ণবাদের বিরুদ্ধে ম্যারাডোনা

42

সিরি আ’তে সম্প্রতি ‘বর্ণবাদী’ আক্রমণের শিকার হয়েছেন নাপোলির সেনেগালিজ ফুটবলার কালিদু কুলিবালি। ইন্টার সমর্থকরা তাকে ‘বানর , বানর’ বলে খেপিয়েছে বক্সিং ডের ম্যাচে। বিতর্কিত এমন ঘটনা আলোচনার জন্ম দিলে তার সমব্যথী হয়েছেন নাপোলিরই আরেক লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনো। এমন ঘটনার পর আর্জেন্টাইন ঈশ্বর জানালেন তার সময়কার বর্ণবাদী আচরণের কথা। তিনি জানালেন পরিস্থিতি আছে আগের মতোই। এটা নতুন কিছু নয়, ‘নাপোলির হয়ে আমি ৭ বছর খেলেছি। আমাকে ঘিরেও বর্ণবাদী গান গাইতো তারা।’ বক্সিং ডের সেই ঘটনার পর পার পায়নি ইন্টার মিলান। নিজেদের সমর্থকদের এমন কান্ডে বিপদের মুখে পড়েছে তারা। শাস্তি স্বরূপ তারা পরের দুই ম্যাচ খেলবে দর্শক বিহীন স্টেডিয়ামে।
বর্ণবাদী এমন আচরণ নিয়ে সম্প্রতি তোলপাড় হলে ম্যারাডোনা এর বিরুদ্ধে উচ্চকণ্ঠ হয়েছেন কুলিবালির হয়ে জার্সি তুলে। ইন্সটাগ্রামে নাপোলি ডিফেন্ডারের জার্সি দিয়ে ছবি পোস্ট দিয়েছেন ম্যারাডোনা। পূর্বের স্মৃতি মথিত হয়ে লিখেছেন, ‘আমি যখন সেখানে খেলতে যাই সেই ঘটনা এখনও মনে আছে। লেখা ছিলো ইতালিতে স্বাগতম। আমি নিজেকে তাদেরই একজন মনে করি। তাই আজকে আমি কুলিবালির পাশে। আশা করবো এটা বর্ণবাদিতার অবসান ঘটাবে চূড়ান্তভাবে।’