বরিশাল বিভাগীয় সমিতির সম্মেলন আগামী প্রজন্মকে বাঁচাতে দেশপ্রেম ছড়িয়ে দিতে হবে

42

পলোগ্রাউন্ড রেলওয়ে অফিসার্স ক্লাবে বরিশাল বিভাগীয় সমিতি-চট্টগ্রাম এর সম্মেলন শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং মো. লিয়াকত আলী হাওলাদারের পরিচালনায় সম্মেলনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সমিতির সাবেক উপদেষ্টা এটিএম তারেক, সাবেক মহাসচিব মো. ইকবাল হোসেন তাপস। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ একেএম ফজলুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর আর ডিপার্টমেন্টের প্রধান ও দক্ষিণ পশ্চিম উন্নয়ন ফোরামের সেক্রেটারী এম এ শাহেনশাহ, মো. আব্দুল জলিল তালুকদার, মো.লেয়াকত আলী হাওলাদার, মো. ইউসুফ হোসেন বাচ্চু, মো. এস্কান্দার আলী হাওলাদার, মো. জাকির হোসেন, মো. জহিরুল আলম, কিরন শর্মা, এড.বরকত উল্লাহ, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুর রহমান সিকদার, মো. আব্দুস সালাম প্রমুখ। আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আফজাল হোসেন বলেন, অবহেলিত থাকা দক্ষিণ পশ্চিম বাংলা বর্তমানে প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে অনেক উন্নত হয়েছে। আমরা এই সমিতির পক্ষ থেকে এতদঅঞ্চলের আরো উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ করছি। সমিতির সবাইকে মিলেমিশে উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করার আহবান করছি। এটিএম তারেক বরিশাল সমিতিকে সকলে মিলেমিশে পরিচালনা করে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডকে আরো গতিশীল করার আহবান জানান। তিনি এই সমিতির দৃশ্যমান কিছু করা হোক এমনটি আশা করেন।
বক্তারা বলেন, সবার মাঝে দেশপ্রেম থাকতে হবে। কুসংস্কারকে বিদায় করে প্রগতিশীল জাতি গঠনে উদ্যোগী হতে হবে। সম্মেলন শেষে এটিএম তারেক মো. মোয়াজ্জেম হোসেনকে সভাপতি ও মো. আফজাল হোসেনকে মহাসচিব নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি