বরলিয়া গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সম্পন্ন

49

পটিয়া উপজেলার বরলিয়া গীতা শিক্ষা নিকেতনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে স¤প্রতি গীতা শিক্ষা নিকেতন প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জগদীশ মল্লিকের সভাপতিত্বে ১ম দিবসে ধর্মসভায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করেন জঙ্গলখাইন শ্রী শ্মশানকালী মাতৃ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ পরিতোষানন্দ ব্রহ্মচারী। উদ্বোধক ছিলেন সমাজসেবক সুকুমার বৈদ্য। প্রধান অতিথি ছিলেন বৈদিক পরিষদের কার্যকরী সভাপতি অরুন কান্তি মল্লিক। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। ধর্মালোচক ছিলেন স্বামী বিশ্বজিৎ চৈতন্য ব্রহ্মচারী ও শিক্ষক উত্তম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বরলিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, দি চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান ডা. নারায়ণ মজুমদার, মহাসচিব অধ্যাপক জনার্দন বণিক, বৈদিক পরিষদ দক্ষিণ জেলার সভাপতি বাবুল কান্তি চৌধুরী, সহ-সভাপতি নারায়ণ কান্তি দাশ, ডা. তেজেন্দ্র লাল সুশীল, সংগঠনের উপদেষ্টা মাস্টার শুধাংশু বিমল দাশ, যাদব মল্লিক, দীপক মল্লিক, রনজিত দাশ, অনিল দাশ, শিবু দাশ, তারানাথ চক্রবর্তী, মাস্টার সন্তোষ কুমার দাশ ও শংকর দত্ত। সুজিত চৌধুরী ও কনক রাজ চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর চৌধুরী। এছাড়া অন্য কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভগবদগীতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান গীতাঞ্জলি, অষ্টপ্রহর নামসংকীর্ত্তন, মায়ের পূজা ও রাজভোগ, অন্নপ্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি