বরকল স্বপ্নবিলাস বিদ্যা নিকেতনের বর্ষপূর্তি

39

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, উদ্যোমী শক্তি কমে গেলে কর্মস্পৃহা কমে যাবে। তরুণ-তরুণী, স্থানীয় নেতৃত্ব, জনপ্রতিনিধিদের সমন্বয়ে দেশ ও সমাজ এগিয়ে যাবে। তরুণ প্রজন্মকে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হিসেবে দেখতে চাই।
তরুণদের মাধ্যমে বাংলাদেশ নানাভাবে উন্নত হচ্ছে। আগামী বাংলাদেশ হবে যোগ্য মানুষের বাংলাদেশ। জ্ঞান ছাড়া সমাজ বা দেশের কাজে খুব বেশি এগুতে পারে না। সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য মহাপরিকল্পনা হাতে নিতে হবে। বর্তমান সরকারের আমার গ্রাম-আমার শহর পরিকল্পনা’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। তিনি আরো বলেন, নগর পরিকল্পনায় আদর্শ গুচ্ছগ্রামে পরিণত করতে এখনই কাজ শুরু করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশকে দেখছি, বর্তমান তরুণদের মাঝে। নতুন আঙ্গিকে স্বপ্ন নিয়ে বেড়ে উঠছে তরুণরা।
গত শুক্রবার উপজেলা বরকল স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের ২য় বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি এম এ ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, কেন্দ্রিয় বিএনপি নেতা প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম একরাম হোসেন, সুস্থ নারী সংস্থার চেয়ারম্যান সাদিয়া আহমেদ, আমেরিকা প্রবাসী প্্রফেসর প্রকৌশলী আদনান মোর্শেদ, পিপিআরসি’র তরুণ গবেষক ওমামা জিল্লুর, চন্দনাইশ সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ।
গোলাম সরওয়ার ও মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মো. সাইফুদ্দিন।