বন বিভাগের ১শ গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

48

বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের চুরাখালী নামক এলাকায় ১শ গাছ কেটে নিয়ে গেল দুবৃত্তরা। সম্প্রতি উপজেলার আমতলী ইউনিয়ন চুরাখালী গ্রামে দিন-দুপুরে ১শ এর মত বনবিভাগের একাশি গাছ কেটে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। বন বিভাগের চেয়ে দুর্বৃত্তরা অনেক শক্তিশালী না হয় কোন সাহসে দিন দুপুরে রিজার্ভ ফরেষ্টের গাছ কাটে কি ভাবে! এলাকাবাসী জানান, বনবিভাগ ও স্থানীয় বিজিবি ক্যাস্পের অতিনিকটে বন বিভাগের ১শ’গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা একটুও বলতে পারেনি ২টি দপ্তরের কর্তা ব্যক্তিরা। এই যদি হয় পরিস্থিতি তাহলে সাধারণ মানুষ কি ভাবে বসবাস করবে ওই সব এলাকায়। স্থানীয়রা বলেন, বন বিভাগের এতগুলো উঠতি বয়সী গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা। এ যাবৎ গাছ কাটার দায়ে কাওর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি বন বিভাগ কর্তৃপক্ষ। ধরে নেওয়া যায় তাহলে বন বিভাগের লোকজন জড়িত আছে এই গাছ কাটার সাথে। একাধিক সূত্রে জানা গেছে চুরাখালী গাছ চোরদের একটি সিন্ডিকেট আছে যারা গাছ চোরিতে অভ্যস্ত। তারা হলেন-মোস্তফা কামাল, বাবুল মিয়া, লোকমান, রহিম বাদশাও হাসান কালু। আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল চৌধুরী বলেন, এব্যাপারে আমার তেমন জানা নাই। তবে বন বিভাগের লোকজনই এসব কাজের সাথে জড়িত। আর এসব তো দেখার দায়িত্ব বন বিভাগের। তাহলে তারা পাবলাখালী রেঞ্জে বসে বসে কি করছে। পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শেখ ইয়াকুব আলী বলেন,আমিতো বেশীর ভাগ সময়ে মাইনী রেঞ্জ ও রাঙামাটিতে থাকি তাই বিষয়টি আমার জানা নাই। ওখানে বন বিভাগের যারা আছে তাদের কাছ থেকে জেনে আপনাকে জানাবো।