বন্যা কবলিত রাউজান ইউনিয়ন পরিদর্শন করছেন নেতৃবৃন্দ

113

রাউজান ইউনিয়নে কয়েকদিনের প্রবল বর্ষণ ও বন্যায় রাস্তা ঘাটে ব্যাপক ক্ষতি স্বাধিত হয়। এতে অন্তত অর্ধকোটি টাকা হবে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। এদিকে গত শনিবার ইউনিয়নের বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম.মাসুদুল আলম, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, রাউজান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, জামাল উদ্দিন, নান্টু বড়–য়া, জিয়াউদ্দিন বাবলু, জাহাঙ্গীর আলম বাচা, খোরশেদ, কোরবান প্রমুখ।

পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি
চকরিয়ায় সুইচ গেইটের সামনে
থেকে দু’টি জাল অপসারণ

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় অতিবৃষ্টির সময় সুইচ গেইটের সামনে ইজারা বহির্ভূতভাবে জাল বসিয়ে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সুইচ গেইটের সামনে বসানো দু’টি জাল অপসারন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান। এ সময় জালে আটকে পড়া মাছগুলো জব্দ করে এতিম খানায় বিতরনের জন্য স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দিয়ে দেওয়া হয়। পরে ইজারাদারকে সতর্ক করা হয়। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার উপকূলীয় ডেমুশিয়া ইউনিয়নের ৫ ব্যান সুইচ গেইটে এ অভিযান চালানো হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া পৌরসভাসহ উপজেলার ১৮টি ইউনিয়নের প্রায় সব ইউনিয়নেই বন্যার সৃষ্টি হয়। অতিবৃষ্টির সময়ও ডেমুশিয়া ইউনিয়নের ৫ ব্যান সুইচ গেইটের সামনে ইজারা বহির্ভূতভাবে জাল বসিয়ে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সুইচ গেইটের সামনে বসানো দু’টি জাল অপসারন করা হয়। এসময় জালে আটকে পড়া মাছগুলো জব্দ করে এতিম খানায় বিতরনের জন্য স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দিয়ে দেওয়া হয়। পরে ইজারাদারকেও এ ব্যাপারে সতর্ক করা হয়। ইউএনও আরও বলেন, ইজারা বহির্ভূতভাবে সুইচ গেইটের সামনে জাল বসিয়ে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।