‘বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’

40

বন্যাকবলিত ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো এখন সকলের নৈতিক দায়িত্ব। গত কয়েক দিনের ভারী বর্ষণে সারাদেশের কোটি কোটি মানুষ গৃহীন ও আশ্রয়হীন হয়ে পড়েছে। রাষ্ট্রের সাথে সামর্থবান বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা জরুরী। গত ১৬ জুলাই মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে চট্টগ্রাম ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী উপরোক্ত কথা বলেন। মাওলানা জাকের উল­াহ মিয়াজীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি আবদুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব মাওলানা ওবায়দুল হক, কলামিষ্ট মাহমুদুল হক আনসারী, মাওলানা নিছারুল হক, মাওলানা কে.এম আলমগীর হোসেন, মাওলানা আকতার হানিফ তালুকদার, মাওলানা রুহুল আমিন প্রমুখ। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আরো বলেন, খুন, গুম, ধর্ষন, রাহাজানি যেভাবে বেড়ে গেছে তাতে দেশ ও জাতি উদ্বিগ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জনস্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান। অপরাধ প্রবণতা দমনে তিনি শরীয়াহ আইন প্রতিষ্ঠার দাবি জানান। ভারতের মুসলিম হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ সহ বিশ্বের ওআইসি, আরবলীগ সহ বিশ্ব নেতৃবৃন্দকে ভারতের মুসলমানদের নিরাপত্তায় জরুরী কার্যকর ভূমিকা পালন করার আহŸান জানান। সভাশেষে মাওলানা মহিউদ্দিন, মাওলানা আকতার হানিফ তালুকদার কে চট্টগ্রাম মহানগর, মাওলানা নেছারুল হক, মাওলানা কে.এম আলমগীর হোসেন কে চট্টগ্রাম জেলা আহŸায়ক মনোনীত করে আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি