বন্ধ হলো লিবিয়ার বৃহত্তম তেলক্ষেত্র শাহারা

30

লিবিয়ার জাতীয় তেল কোম্পানি দেশটির বৃহত্তম তেলক্ষেত্র শাহারায় তেল উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে পাইপলাইন বন্ধের পেছনে কারা দায়ী তা জানায়নি রাষ্ট্রীয় কোম্পানি। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।শনিবার লিবিয়ার ন্যাশনাল ওয়েল কর্পোরেশন তেলক্ষেত্র শাহারা বন্ধের ঘোষণা দেয়। ভূমধ্যসাগরের উপকূলে জাউইয়া বন্দরের সঙ্গে সংযোগ পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার পর এই ঘোষণা দেওয়া হলো। শুক্রবার পাইপলাইনটি বন্ধ হয়।
শাহারা তেলক্ষেত্রটিতে প্রতিদিন প্রায় ২ লাখ ৯০ হাজার ব্যারেল তেল উৎপাদন হয়। খলিফা হাফতারের অনুগত বাহিনী তেলক্ষেত্রটি নিয়ন্ত্রণ করত। এপ্রিলে খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি দেশটির রাজধানী ত্রিপোলি দখলের লক্ষ্যে অভিযান শুরু করে। জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের অনুগত মিলিশিয়াদের সঙ্গে হাফতার বাহিনীর যুদ্ধ চলমান রয়েছে। ২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যার পর থেকেই দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে।