বন্দর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি

53

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহার এর ১৫ (পনের) সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ০২ (দুই ) বৎসরের জন্য বন্দর কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে।
বন্দর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্যরা হলেন ঃ সভাপতি- বাবু তাপস কান্তি বড়ূয়া (প্রশাসন বিভাগ), কার্যকরী সভাপতি-বাবু সুজন কুমার বড়–য়া (নিরাপত্তা বিভাগ), সহ-সভাপতি-বাবু মনোজ কুমার বড়–য়া (পরিবহণ বিভাগ), সাধারণ সম্পাদক-বাবু অজয় কুমার বড়–য়া (নৌ বিভাগ), সহ-সাধারণ সম্পাদক- প্রকৌশলী বাবু রাজীব বড়–য়া জনি (সচিব বিভাগ), অর্থ সম্পাদক- বাবু শিরণ বড়–য়া (পরিবহন বিভাগ), দপ্তর সম্পাদক- বাবু পহেল চাক্মা (নিরাপত্তা বিভাগ), প্রচার সম্পাদক-বাবু জয়তু বড়–য়া (প্রকৌশল বিভাগ)। কার্যকরী সদস্যরা হলেন যথাক্রমে বাবু সজল সিংহ (নিরাপত্তা বিভাগ), বাবু হিরন্ময় বড়–য়া (যান্ত্রিক বিভাগ), বাবু বাবলু বড়–য়া (প্রকৌশল বিভাগ), বাবু হিল্লোল বড়–য়া (নিরাপত্তা বিভাগ), বাবু জয়সেন বড়–য়া (নৌ বিভাগ), বাবু রণি মুৎসুদ্দী (নিরাপত্তা বিভাগ) ও বাবু মং থোয়াই চিং মারমা (নিরাপত্তা বিভাগ) প্রমুখ। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অকাল প্রয়াত আবাসিক ভিক্ষু ভদন্ত বোধিমিত্র মহাথের, এম.এ. মহোদয়ের অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান আজ ১১ জানুয়ারী, রোজ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে বন্দর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বিহার পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে। খবর বিজ্ঞপ্তির