বন্দর থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

186

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ, অকার্যকর কমিটি বাতিল ও নতুন কমিটির দাবিতে বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে নগরীর ফকির হাট, নিমতলা, কাস্টম মোড় প্রদক্ষিণ করে বিমান চত্বরে বন্দর থানা ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে ও ছাত্রনেতা মো. আরাফাত হোসেন ও রাজ দে এর যৌথ সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগ নেতা ইমরান আলী মাসুদ, হুমায়ন কবির আজাদ, নাছির উদ্দিন কুতুবী, জালাল আহমদ রানা।
উপস্থিত ছিলেন মুনির চৌধুরী, রায়হানুল কবির শামীম, ফাহাদ আনিস, নেওয়াজ খান, হালিশহর থানা ছাত্রলীগ নেতা আবদুল মজিদ, খুলশী থানা ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত দিপু, ডবলমুরিং থানা ছাত্রলীগ নেতা রাজিব বড়ুয়া, আসফাক অভি, মঞ্জুরুল করিম, শিমুল মহসেন, কামরুল হাসান আরমান, রিগেন মজুমদার, রুবেল বড়ুয়া, জিসান, মো: মিজান, মো: আরিফ, রবিউল ইসলাম বাধন, আবিদ আলী, শুভজিৎ দাশ, এম আর কে আবিদ, আবু সাঈদ, মো. মুবিনুল হক অর্নব, নাজিম উদ্দিন দিনার, ফয়সাল লিপু, মো: পারভেজ, এম.আই.সাহিদ, রাজু সূত্রধর, আরফাত হোসেন রাব্বি, মো. ফয়সাল, মো. ইমরান, সোহেল, জামশেদ আরমান, ইমদাদুর রহমান রিয়াদ, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য, মো. শান্ত, অনিক দাশ, আকাশ, মো. আসিফ, সেলিম, নোভেল, শাওন, মাহির আদিব, মো. রাহি। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোর্ত্তীর্ণ অকার্যকর কমিটি বাতিলের দাবীতে সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোর্ত্তীন কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রাম শহরের কলেজ, থানা, ওয়ার্ড সমূহের নেতাকর্মীরা যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাহা যৌক্তিক দাবী। বর্তমান কমিটি সাত বছর চলমান হওয়ার পরও কোনো থানা, ওয়ার্ড ও কলেজের কমিটি দিতে না পেরে ওনারা ব্যর্থ নেতৃত্ব হিসেবে ছাত্রসমাজের কাছে যোগ্যহীন হিসেবে পরিচিত হচ্ছে। যার কারণে মেধাবী নেতাকর্মী সৃষ্টি হওয়াতে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। যা ভবিষ্যত রাজনীতির জন্য শুভনীয় নয়। তাই অতিশীঘ্রই বর্তমান মেয়াদোর্ত্তীণ ও অকার্যকর কমিটি বাতিল করে ত্যাগী মেধাবী ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে জোর দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি