বন্দর চেয়ারম্যান কাপ অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে সিপিএসসি সবুজ জয়ী

51


চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কাপ অনূর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ গতকাল শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে।
১ম খেলায় সিপিএসসি (সবুজ) দল ৯ রানে ইস্পাহানী ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়েছে। টসে জিতে সিপিএসসি (সবুজ) দল ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৯ রান করে। ফারুক হোসেন সর্বোচ্চ ৩৮ রান করে। ইস্পাহানীর পক্ষে ৩৭ রানের বিনিময়ে মানসিফ ৩ উইকেট পান।
জবাবে ইস্পাহানী ক্রিকেট অ্যাকাডেমি ৬ উইকেট হারিয়ে ১৪০ রান করে। উক্ত দলের নাবিল সর্বোচ্চ ৬৭ রান করে। ৩ ওভার বল করে ঋত্বিক ৩ উইকেট পান । ইস্পাহানী ক্রিকেট অ্যাকাডেমির নাবিল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল ম্যানেজার কুদরত-ই-খুদা (মিল্লাত) খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন।
২য় খেলায় মির্জাপুর ক্রিকেট অ্যাকাডেমি ২০ রানে মিলিনিয়াম ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়েছে। টসে জিতে মির্জাপুর ক্রিকেট অ্যাকাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৫ রান করে। মো: সাকিব সর্বোচ্চ ১১৬ রান করে। জবাবে মিলিনিয়াম ক্রিকেট অ্যাকাডেমি ৮ উইকেটের বিনিময়ে ১৪৫ রান করে। উক্ত দলের রবিউল সর্বোচ্চ ৩৫ রান করে। মির্জাপুর ক্রিকেট অ্যাকাডেমির মো: সাকিব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব, চবক ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর মো: ওমর ফারুক খেলা শেষে প্রধান অতিথি থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন।
আজকের খেলা : সকাল ৯ টায় -জুনিয়র ক্রিকেট ট্রেনিং অ্যাকাডেমি বনাম এ জে ক্রিকেট অ্যাকাডেমি। বেলা দেড়টায় এস এস ক্রিকেট অ্যাকাডেমি বনাম ফটিকছড়ি ক্রিকেট অ্যাকাডেমি।