বন্দর চেয়ারম্যানের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

60

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ (ই) পিএসসি, বিএন-এর সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা। গতকাল সোমবার সকাল ১১টায় বন্দর ভবনে চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বন্দর চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুক্তিযোদ্ধা সংসদের মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ। শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগ মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ কমান্ডো এএইচএম জিলানী চৌধুরী, মুক্তিযোদ্ধা জাকির হোসেন মিজান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. আলাউদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার এফএফ আকবর খান, বন্দর প্রাতিষ্ঠানিক কমান্ডের কমান্ডার মো. হুমায়ুন কবির, সাংবাদিক রনজিত কুমার শীল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সন্তান কমান্ড মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, বন্দরে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান মো. আবু হান্নান, রিপন চৌধুরী, শেখ ফরিদ মিঠু, মো. ফরিদ উদ্দিন ফরিদ, জয়সেন বড়ুয়া, মো. নুরুল আলম, সাইফুল ইসলাম, মো. সোহেল রানা, মো. জুনায়েদ আহমদ, মো. আবদুল কাদের, সৈয়দ শাহরিয়ার শচীন, আহসান কবির ও মো. সবুজ।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান বলেন সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এগিয়ে আসতে হবে। খবর বিজ্ঞপ্তির