বন্দর এলাকায় আল্লামা জুবাইর’র গণসংযোগ

46

চট্টগ্রাম-১১ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন,- চট্টগ্রাম বন্দর হচ্ছে সোনার ডিমপারা একটি রাজহাঁস। স্রষ্টা প্রদত্ত এক মহান নেয়ামত। যেটি এ দেশের রাজস্ব আয়ের ৭০ শতাংশ যোগানদাতা। উল্লেখ্য যে, কর্ণফুলী নদীর তীরবর্তী স্থানেই অবস্থিত চট্টগ্রাম বন্দর। নিয়মিত ড্রেজিং না করার কারণে নদীর নাব্যতা বিনষ্ট হয় ক্রমাগতভাবে। যেকারণে নদী গর্ভে চর গজে উঠে গোটা নদীই ধ্বংস হওয়ার সর্বাধিক আশংকা থাকে। সুতরাং বন্দর রক্ষা করতে গেলে সর্বাগ্রে কর্ণফুলীকে রক্ষা করতে হবে। গত ২৪ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের ৩নং ও ১৫ নং জেটি এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন,- নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্ট সভাপতি আলহাজ্ব এইচ.এম.মুজিবুল হক শুক্কুর, বিশিষ্ট রাজনীতিবিদ খান-এ-সবুর, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, আলহাজ্ব মুহাম্মদ আলম রাজু, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন আরব আমিরাত শাখার নেতা মুহাম্মদ মুসলেম উদ্দীন, নির্বাচন পরিচালনা কমিটির সচিব আলহাজ্ব মাওলানা হাসমত আলী তাহেরী, হাফেজ মাওলানা আবু তাহের, হাফেজ মাওলানা নিজাম উদ্দীন সবুজ, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা আব্দুল হামিদ কালুভী, মাওলানা আব্দুর রহিম, মোহাম্মদ সাদেক, মুহাম্মদ আবু তাহের, মাওলানা মোজাম্মেল হোসাইন ও মুহাম্মদ মামুনুর রশিদ প্রমুখ। গনসংযোগ শেষে আগ্রাবাদে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। গণসংযোগকালে আলেম-ওলামা ও সাধারণ মানুষ তাঁর সাথে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি