বন্দর অনুর্ধ্ব-১২ ক্রিকেটের সেমিতে উদীয়মান ও এসএস একাডেমি

137

চট্টগ্রাম বন্দর অনুর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ২টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় উদীয়মান ক্রিকেট একাডেমী ৮ উইকেটে স্বাধীনতা ক্রিকেট একাডেমীকে হারিয়েছে। টসে জিতে স্বাধীনতা ক্রিকেট একাডেমী ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৫ রান করে। আরমান সর্বোচ্চ ১৯ রান করে। উদিয়মানের পক্ষে ১৭ রানের বিনিময়ে অর্ণব ৫ উইকেট পান। জবাবে উদিয়মান ২ উইকেট হারিয়ে ১১৮ রান করে। উক্ত দলের রুবায়েত সর্বোচ্চ ৪৭ রান করে। ৩ ওভার বল করে আরমান ১ উইকেট পান । উদিয়মান ক্রিকেট একাডেমী দলের অর্ণব ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসাব রক্ষণ কর্মকর্তা ও চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতির সহ সাধারণ সম্পাদক এস এম মারুফ খেলা শেষে ম্যান অব দি ম্যাচ পুরস্কার প্রদান করেন।
২য় খেলায় এস এস ক্রিকেট একাডেমী ৩ উইকেটে চিটাগং ক্রিকেট একাডেমীকে হারিয়েছে। টসে জিতে চিটাগং ক্রিকেট একাডেমী ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০২ রান করে। আসিফ সর্বোচ্চ ৪৮ রান করে।
জবাবে এস এস ক্রিকেট একাডেমী ৭ উইকেটের বিনিময়ে ১০৩ রান করে। উক্ত দলের মাশরাফি সর্বোচ্চ ৩৩ রান করে এবং শহিদুল ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ তারেক হোসেন খান খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ম্যান অব দি ম্যাচ পুরস্কার প্রদান করেন।
আজকের খেলা : প্রথম খেলা- এ জে ক্রিকেট একাডেমী বনাম মিলেনিয়াম ক্রিকেট একাডেমী। দ্বিতীয় খেলা- ব্রাইট ক্রিকেট একাডেমী বনাম জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমী।