বন্দরে দেড় কোটি টাকার দুইটি চালান আটক

45

ঘোষণার বাইরে পণ্য আমদানি করায় চট্টগ্রাম বন্দরে ২টি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। চালান দুইটি মূল্য এক কোটি ৪৯ লাখ ৯৫ হাজার টাকা।
সূত্র জানায়, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহা পরিচালকের নির্দেশনা অনুযায়ী চালান দুইটির (সি-৫৭৭৭ ও সি-৫৭৯০) খালাস সাময়িক স্থগিত করে। ময়মনসিংহের ভালুকার হবির বাড়ি সিড স্টোর এলাকার (হোল্ডিং নম্বর-৬৬৮) সুপ্তি সোয়েটার লিমিটেডের নামে আমদানি করা চালানগুলো খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের তাহের চেম্বারের সিএন্ডএফ এজেন্ট বিনিময় শিপিং লাইন্স। নিশ্চিত তথ্য থাকায় শুল্ক গোয়েন্দা অধিদফতর চালান দুইটির কায়িক পরীক্ষা সম্পন্ন করে। যাতে ২৯ হাজার ৯৯৮ কেজি ১০০ শতাংশ পলি নিট ফ্লিচ ফেব্রিকের বদলে সমপরিমাণ লুপড পাইল ফেব্রিক পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য দাঁড়ায় ১ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার টাকা। জরিমানা ছাড়া শুল্ককর আসে ৭০ লাখ ৮৭ হাজার টাকা। চালান দুইটির ন্যায় নির্ণয়সহ শুল্ককরাদি আদায়ের জন্য শুল্ক গোয়েন্দা অধিদফতরের প্রতিবেদন কাস্টম হাউস কমিশনারের কাছে পাঠানো হয়েছে।