বঞ্চিত শিশুদের ঈদপোশাক উপহার দিলো ত্রিতরঙ্গ

93

বন্দর নগরী চট্টগ্রামের সেবা ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে গত ২৯ মে আয়োজন করে ঈদ পোশাক বিতরণ ও ইফতার অনুষ্ঠান। ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেন। সংস্থার মহাসচিব শাওন পান্থের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম সাবিহা মুসা, অতিরিক্ত ডিআইজি (স্টুরিস্ট) চট্টগ্রাম রেঞ্জ মুহাম্মাদ মুসা, বিশিষ্ট সাংবাদিক ও ডেইলী পিপলস্ ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর, সিনিয়র সাংবাদিক একেএম জহুরল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলার মোরশেদ আলম, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিলুফার রোজী, নাট্য ব্যক্তিত্ব রবিউল আলম, কবি ও গীতিকার কমরে আলম, প্রকৌশলী কাইজার রহমান, সংবাদ পাঠিকা রস্মি, কবি ইসমত আরা নীলিমা, রোটারিয়ান সিজ্জিল মমতাজ, রোটারিয়ান মোঃ ইউসুফ, রোটারিয়া ইমদাদ চৌধুরী, শিল্পী আকতার হোসেন কিরন, সুবর্না রহমান, ফরিদা ইয়াসমিন জেসমিন, নাসিমা আকতার ডেইজী, সাকিব করিম, মনোয়ার হোসেন, ত্রিতরঙ্গ শিশুমেলা স্কুলের প্রিন্সিপাল হাসিনা আকতার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গত দশ বছর ধরে ত্রিতরঙ্গ ধারাবাহিক ভাবে আয়োজন করছে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানটির বিশেষ বৈশিষ্ট হলো ঈদের আগেই ওদের হাতে ওদের পছন্দের প্রিয় পোশাকটি তুলে দেয়া এবং সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিদের সাথে ইফতার। এ ক্ষেত্রে শিশু ও ভিআইপি সমান। সবার জন্য একই খাবার, একই চেয়ার-টেবিল।অতিথিরা ত্রিতরঙ্গে এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন আমরা সব সময় ত্রিতরঙ্গের এইসব মহৎ কর্মসূচীর সাথে আছি এবং থাকবো। পছন্দের ঈদ পোশাকটি পেয়ে শিশুদের মধ্যে নেমে আসে ঈদ আনন্দ বন্যা। বিজ্ঞপ্তি