বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের সভা

15

জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রাম শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সুমন সেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি যথাক্রমে আনিসুর রহমান, ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী, মো. শওকত হোসেন, আনজুমান আরা, যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর নিলু নাগ, অর্থ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, কার্যনির্বাহী সদস্য ডা. মো. শওকত ইমরান সুমন, আয়েশা আলম চৌধুরী, মালেকা চৌধুরী, শিরিন আক্তার শিল্পী, হাসিনা আক্তার টুনু, সোনিয়া ইদ্রিস রাণী, জেনিফার, রহিমা বেগম সুমাইয়া, জিন্নাত আরা লিপি, রিপা সরকার, শিউলি নেওয়াজ, আঁচল চক্রবর্তী, শাওন শর্মা, অর্কিড দত্ত, শ্রীকান্ত রক্ষিত, মাফরোজা বেগম প্রমুখ।
সভায় হাসিনা মহিউদ্দিন বলেন, ১৫ আগস্ট বাঙালিজাতির ইতিহাসে কালো অধ্যায় রচিত হয়। পরাজিত পাক বাহিনী ও তার এদেশীয় দোসররা ৭১ সালে বঙ্গবন্ধু হত্যা করতে সক্ষম না হয়ে ৭৫ সালে তারা খন্দকার মোস্তাক ও খুনি জিয়াকে দিয়ে সফলকাম হয়েছে। তাদেও প্রেতাত্মারা ২১ আগস্টে এসে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার নীল নকশা করে। তিনি সকল খুনি ও তাদের দোসরদের দ্রুত বিচারের রায় কার্যকরের আহব্বান জানান। বিজ্ঞপ্তি