‘বঙ্গবন্ধু সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা ডাক দিয়েছিলেন’

112

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জতীয় শিশু দিবস উলপক্ষে গত ১৭ মার্চ বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু জন্মে ছিলেন বলেই আমরা স্বাধীন হয়েছিলাম। ইতিহাসের এ মহানায়ক তাঁর জীবন-যৌবন উৎসর্গ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তিনি তাঁর জীবনের চেয়েও দেশ ও জনগণকে ভালবেসেছিলেন। ইতিহাসের এমন কিংবদন্তি মহানায়ক পৃথিবীতে বার বার জন্মাবে না।
বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদ্যাপন পরিষদ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু জন্মে ছিলেন বলেই আমরা স্বাধীন হয়েছিলাম। ইতিহাসের এ মহানায়ক তাঁর জীবন-যৌবন উৎসর্গ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তিনি তাঁর জীবনের চেয়েও দেশ ও জনগণকে ভালবেসেছিলেন। ইতিহাসের এমন কিংবদন্তি মহানায়ক পৃথিবীতে বার বার জন্মাবে না। বিশ্বনন্দিত এ মহানায়ক আর আসবেন না এ পৃথিবীতে। তাঁর জীবনী ও কর্ম দেশের সকল নাগরিককে পাঠ করে, অনুশীলন করে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। গত ১৮ মার্চ জেলা শিশু একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদ্যাপন পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুকে নিবেদিত করে নান্দনিক সাংস্কৃতিক উৎসব ও শিশু সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। সিটি মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্ত¡া। তাই বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। বঙ্গবন্ধুর হৃদয়ের মাপ ছিল ৫৬ হাজার বর্গ মাইল। শৈশব থেকেই সাহস, সংকল্প ও দেশপ্রেমের অপরনাম ছিল শেখ মুজিবুর রহমান। তিনি তৃণমূল থেকে তাঁর শক্তি সঞ্চয় করেছেন। বঙ্গবন্ধুর জন্যই আজ বাংলাদেশ সর্বক্ষেত্রে বিশ্বসভায় এক বিস্ময়ের নাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব। এটাই বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আমাদের অঙ্গীকার। মুখ্য আলোচকের ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি শোষণ-বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। রাষ্ট্র পরিচালনার সাড়ে ৩ বছরে তিনি সে রাষ্ট্রের ভীতও গড়ে দিয়েছিলেন। তবে তাঁকে হত্যার মধ্য দিয়ে কাক্সিক্ষত দেশ গড়ার পথ রুদ্ধ করা হয়। এখনও ধনী গরিবের ব্যবধান বাড়ছে। তাই চলমান উন্নয়ন প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর দেখানো পথেবৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াইয়ে জোর দিতে হবে। বিশেষ অতিরি বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বঙ্গবন্ধু চর্চা আদি-অন্তঃহীন। এ চর্চা করে যেতে হবে। একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার যে লড়াই বঙ্গবন্ধু শুরু করেছিলেন তা বাধাগ্রস্ত করতেই তাঁকে হত্যা করা হয়েছে। যারা দেশে সাম্প্রদায়িকতা ছড়াতে চাই তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর বড় অর্জন। এটি অনেক কঠিন কাজ। এ রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য অসাম্প্রদায়িকতা। সভাপতির ভাষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাস্তববাদী। জনগণের প্রত্যাশ্যা বাইরে তিনি কিছুই করতে চান নি। বিদেশ থেকে ধার করা কোন মতবাদ তিনি জোর করে জনগণের উপর চাপিয়ে দেন নি। বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদ্যাপন পরিষদ চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত নান্দনিক সাংস্কৃতিক ও শিশু সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হোসেন আহমদ, জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা নার্গিস সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক পরিষদের সমন্বয়ক আবদুর রশিদ লোকমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এতে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী নজরুল ইসলাম মোস্তাফিজ, মুজিবুর রহমান, মাস্টার আবদুর রহিম, এনামুল হাসান প্রমুখ। বঙ্গবন্ধুকে নান্দনিক সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করেন জেলা শিশু একাডেমির শিল্পীবৃন্দ। বঙ্গবন্ধুকে নিবেদিত করে তিনদিনব্যাপী অনুষ্ঠানের সংবাদ প্রচারের জন্য চট্টগ্রামের বহুল প্রচারিত গণমাধ্যমগুলোর প্রতি বঙ্গবন্ধু শততম জন্মদিন উদযাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


অন্যদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্দ্যোগে নাসিরাবাদস্থ একটি কমিনিটি সেন্টারে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীনের সভাপতিত্বে ও পরিষদ আহবায়ক মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহেদুল আলম অপু ও জাহেদ হোসেন টিটুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বিশেষ অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু কমল বড়ুয়া, মহানগর যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন খন্দকার, ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রসংসদের নাঠ্য ও সাংস্কৃতিক সম্পাদক সজোয়ার কাদের খান সুমন, মহানগর যুবলীগ নেতা সেলিম উদ্দিন, নাছির উদ্দিন, হাবিবুর রহমান, সবুজ সিকদার, আজিমুল হক খান, জাহেদুল আলম খোকন, আরমান আজিজ, মুনতাসির মাহমুদ প্রমুখ।
স্বাধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদের আলোচনা সভা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বাধীনতা আন্ত:জেলা ঐক্য পরিষদের উদ্দ্যোগে সিইপিজেডস্থ স্বাধীনতা আন্ত:জেলা ঐক্য পরিষদের কার্যালয় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে ও যুগ্ম আহবায়ক

আমিনুল হক শাহীন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আন্ত:জেলা ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মো. খবির উদ্দিন মাস্টার, মো. শফিকুল ইসলাম, মো. ফজলুল সরকার, মো. রিয়াজ উদ্দিন ও মো. হায়দার আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক শহিদুল ইসলাম লিটন, ইমরান তালুকদার, সদস্য মো. লিমন, মাঈনুল ইসলাম, মো. মামুন, মো. আলাউদ্দিন, মো. ইছা, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় : ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও কৈবল্যধাম হাউজিং এস্টেস্ট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জহুরুল আলম জসিম বলেন, প্রতিটি শিক্ষার্থীকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক সহ শিক্ষকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষকদের সব সময় মনোযোগী হতে হবে। বঙ্গবন্ধুকে জানলে বাংলাদেশকে জানবে। শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বাংলাদেশকে জানলে তারা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে উৎসাহিত হবে। গত ১৭ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরিফ বিল্লাহর স্বাগত বক্তব্যের

মাধ্যমে সুজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফিরোজ শাহ্ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইলিয়াস খান, পাহাড়তলী গালর্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য ওমর ফারুক সুমন, শফিকুল আলম মাস্টার, আওয়ামী যুবলীগ নেতা বেলাল উদ্দিন জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু নোমান নাহিদ, শিক্ষকদের মধ্যে সালাহ উদ্দিন মজুমদার, আজমা বেগম, শাকিব খন্দকার, আলী আহমদ, সাইফুল ইসলাম, মমতাজ বেগম, জাহাঙ্গীর আলম, আমেনা বেগম, অনিক ঘোষ, পলাশ দে, মনির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি : বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মজুমদার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শপধ হোক সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে রেলওয়ে শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মী কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। এসময় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, নুরুজ্জামান, যুগ্ম সাধারণ

সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, কোষাধ্যক্ষ গাজী জাকারিয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ জামাল আহমদ, শ্রমিক কল্যাণ সম্পাদক আব্দুল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী শাহজাহান, সহ-ক্রীড়া সম্পাদক খায়রুজ্জামান লিটন, সহ-প্রচার সম্পাদক নাজিম উদ্দিন আজমল, গাজী তাহের উদ্দিন নকি, আবুল খায়ের, ফজলুল করিম মামুন, মো. মহসিন তালুকদার, মো. আমিনুল ইসলাম রিয়াজ, নজরুল ইসলাম, আরিফ খান জয়, রাইসুল ইসলাম, মশিউর রহমান, শওকত আলী, রাশেদুল ইসলাম মিথুন, ফয়সাল কিবরিয়া, দিদার, খালেদ, শিমুল, সেতু, আক্তারুজ্জামান ডালিম, জোবায়ের ইসলাম, রেজা, হাবিবুর রহমান, আব্দুল আহাদ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ : বাঙ্গালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যেগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি, কেক কাটা, আলোচনা সভা, বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল দারুল ফজল মার্কেট চত্বরে সংগঠনের আহবায়ক এড. এইচ.এম. জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জাতির পিতার জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন

সংগঠনের যুগ্ম আহবায়ক কেবিএম.শাহজাহান। আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, সত্যজিৎ চক্রবর্তী সুজন, আনোয়ারুল ইসলাম বাপ্পি সহ মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র নেতৃবৃন্দ। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।

নাসিরাবাদ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-উদ্যাপন করেছে ৪২নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ। ১৭ মার্চ সকাল ১০ টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর চিটাগং কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধুর দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কেক কেটে শিশু দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা আওযামী লীগ নেতা আলহাজ্ব আলী আকবর। লাকি আক্তারের উপস্থাপনায়

বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড আ’ লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী সিদ্দিক কোম্পানি, জাফরুল্লাহ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাবুদ সওদাগর। বক্তব্য রাখেন, রেহানা আক্তার রুপা, শিমুল পারভিন আক্তার, রুবি আক্তার, ফরিদা বেগম, আখি বেগম, আনোয়ারা বেগম, হাসিনা বেগম, লিজা আক্তার,মো. জিয়া, রানা দাস সঞ্জয়, মো. স্বপন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ দেলোয়ার, নটরাজ উত্তম দাস, বাবুল দাস মো. ইয়াসিন, মো. কুরবান, মোহাম্মদ চান্দু প্রমুখ। প্রধান অতিথি বলেন, গোপালগঞ্জের রাখাল রাজা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশে স্বাধীন হতোনা। তিনি নিজের মেধা ও সাহস দিয়ে শৃংখলিত বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন।

শাহ্ হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় : শাহ্ হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ১৭ই ২০১৯ইং মার্চ সকাল ১০টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সভাপতি আবু সাদাত মো. সায়েমের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক রহমত উল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আইনজীবী ব্যারিস্টার এসএম কফিল উদ্দিন। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার, আলপনা রায়, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা যথাক্রমে মরপুয়া বেগম, ফরিদা ইয়াসমিন, দিলরুবা খানম, শবনম মোস্তারী, সাইফু উদ্দিন শান্ত প্রমুখ।

মহানগরের আওতাধীন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন : নগরীর চকবাজারস্থ লালচাঁন্দ রোডে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভাও কেক কাটার আয়োজন করা হয়েছে।