বঙ্গবন্ধু শিশু কিশোরমেলা উত্তর দক্ষিণ ও মহানগরের মানববন্ধন

38

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের উদ্যোগে মৌলবাদী কর্তৃক বঙ্গবন্ধু’র ভাস্কর্য সরানোর হুমকির প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত¡রে গতকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগরে সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে একাতœতা প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রাশেদ মনোয়ার, সাংগাঠনিক সম্পাদক প্রদীপ দাশ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড.মুজিবুল হক, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন এমরান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, বঙ্গববন্ধু শিশুকিশোরমেলা চট্টগ্রাম বিভাগের মুখ্য সমন্বয়ক প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ, সংগঠনের দক্ষিণের সভাপতি খুরশিদ উল আলম খোকন, উত্তরের সভাপতি আসিফ রহমান শাহীন, মহানগরের সাধারণ সম্পাদক শিব প্রসাদ চৌধুরী, দক্ষিণের সাধারণ সম্পাদক মো: জামিল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বাবর উদ্দিন সাগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ মোকররম হোসেন ভুঁইয়া, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগনেতা শাহাদাত নবী খোকা, দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোরমেলার জয়নাল আবেদীন, শাহ আলম খোকন, মার্ত প্রতাপ কমরেড, করিম উদ্দিন সাখাওত, সৈয়দ মুহিবুল্লাহ্ রিয়াদ, তারেক হোসেন মানিক, মোঃ আইয়ুব, শেখ মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোরমেলার নেতা মঈনুল হোসেন চৌধুরী, মো: আইয়ুব, এড. রিপন সিকদার, কাইছার হামিদ, অন্তু আচার্য, চন্দনাইশ উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোরমেলার এড. ফোরকান খোকন, আবদুল ছবুর অপু, আরিফুল ইসলাম মিঠু, নাঈম ভুঁইয়া, তৈয়বুর রহমান সাগর, দোহাজারী বঙ্গবন্ধু শিশু কিশোরমেলার, মোঃ খোরশেদ আলম, ইলিয়াছ আরিফ সুলতানী। সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর যারা নির্লজ্জ দাবী করতেছে তারা মুলত স্বাধীনতার পরাজিত শক্তি। তারা বর্তমান সরকারের সাফল্যে ঈর্ষাকাতর হয়ে নানারকম ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ধর্মকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে তারা বোকা বানাতে চায়। ইতিহাস সাক্ষী আছে, আজ চট্টগ্রাম যা বলে, আগামীতে সারা বাংলাদেশ তাই বলে।
মৌলবাদী আস্ফালনকারীরা আজ চট্টগ্রামে অবাঞ্ছিত; আগামীতে সমগ্র বাংলাদেশে ওরা অবাঞ্ছিত হবে।