বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনার আজ

61

আজ সোমবার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও স্বাধীন বাংলাদেশের স্বপ্ন শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারটি নন্দন কাননস্থ ফুলকি এ.কে.খান স্মৃতি মিলনায়তনে বেলা ৪:৩০ টায় অনুষ্ঠিত হবে। পরিষদের সভাপতি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ূয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এতে বিশেষ অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন প্রফেসর, প্রাণিবিজ্ঞানী ড. মো. শাহ আলম, সমাজ বিজ্ঞানী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডীন, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও উত্তর জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ-সভাপতি মো. ওসমান গণি চৌধুরী। বিজ্ঞপ্তি