বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

38

প্রতিবারের মতো এবারও সম্পন্ন হল চট্টগ্রাম কেন্দ্রের ‘বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা’। গতকাল শুক্রবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এতে ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
“মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা”- এ প্রত্যয়ে বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত, দেশপ্রেমিক মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করে আসছে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, চবি অধ্যাপক ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, ইউরোপ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চবি অধ্যাপক ড. জিন বোধি ভিক্ষু, অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দীন, অধ্যাপক রেজাউল করিম, সহকারী অধ্যাপক লিজা মরিয়ম, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ সাজ্জাত হোসেন, ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মহানগর শাখার সাধারণ সম্পাদক শিবু প্রসাদ চৌধুরী, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক এম শাহাদাৎ নবী খোকা, পরিচালক জওইদ চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিৎ দত্ত সৈকত, নগর ছাত্রলীগ নেতা অসিত বরণ বিশ্বাস, ছাত্রনেতা রণি দে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সাকিব প্রমুখ।
উল্লেখ্য, দেশব্যাপী বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নরসিংদী ও কক্সবাজারে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। খবর বিজ্ঞপ্তির