বঙ্গবন্ধু বিশ্বজুড়ে গণমানুষের মুক্তির দিশারী

164

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে গত ১৫ আগস্ট বৃহস্পতিবার সারাদেশের মত চট্টগ্রাম শহরেও সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। ওইসব সভায় বক্তারা বলেছেন ‘বঙ্গবন্ধু শুধু স্বাধীন বাংলাদেশের স্থপতি নন, তিনি বিশ্বের নির্যাতিত-নিপীড়িত গণমানুষের মুক্তির দিশারী।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ঘাতকরা বিশেষ উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শুরু হয় এক ঘৃণ্য ষড়যন্ত্র। এই অশুভ পরিবেশ থেকে দেশকে মুক্ত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেকাংশে সফল করতে সমর্থ হয়েছেন। ১৫ আগস্ট সকাল ১০টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, ইউরোপ আওয়ামী লীগ নেতা ডা: বিদ্যুৎ কুমার বড়–য়া, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য দেবব্রত দাশ, চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, সৈয়দ জামাল আহমদ, মাহবুবুর রহমান সিবলী, আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক চৌধুরী, মাহফুজুর রহমান মেরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগ আহবায়ক দিদারুল আলম, যুগ্ম আহবায়ক পরিমল দে, মমতাজ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগ আহবায়ক এড: জোবাইদা গুলশান আরা জিমি, মহিলা নেত্রী খালেদা আক্তার চৌধুরী, কামরুন নাহার কমরু, নিলুফার জাহান বেবী, আওয়ামী লীগ নেতা আবু সৈয়দ, আবদুর রহিম, রাজিন দাশ রাহুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আবু তাহের প্রমুখ।
এম এ লতিফ এমপি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুও তার শহীদ পরিবারের সদস্যদের আত্নার মাগফেরাত কামনায় এম এ লতিফ এমপির পক্ষ থেকে তার নির্বাচনী এলাকার ১০ টি ওয়ার্ডে অসহায় দুস্থদের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। গত ১৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় বারিক মিয়া স্কুল প্রাঙ্গনে ৩৬ নং ওয়ার্ড এর গৃহহীন ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে গৃহ নির্মানের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। পরবর্তীতে অন্য ওয়ার্ড সমূহে টিন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে এম এ লতিফ বলেন ‘আজ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলা উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে।’ মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করা হয়। দোয়া মাহফিলে জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করা হয়। ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারন সম্পাদক মোঃ শফিউল আলম এর সঞ্চালনায় বন্দর থানা আওয়ামীলীগ এর সভাপতি জনাব নুরুল আলম সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের ৩৯ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আসলাম, ৩৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ,২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজ মোল্লা, বাংলাদেশ আিওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু। টিন বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগ’র সহ-সভাপতি সৈয়দ মাহাবুব আলম, ৩৬ নং ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, মোঃ মোক্তার হোসেন ও মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক রিফাত আলম, যুবলীগ সভাপতি জাকির মিয়া, প্রবীন আওয়ামীলীগ নেতা এজহার মিয়া, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক ইকবাল আল নূরী, ২৯নং ওয়ার্ড সহ-সভাপতি রাশেদ জোবায়েরী, সাধারণ সম্পাদক শাহীন সরোয়ার, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন সরকার, সাবেক ছাত্র নেতা রনজিত শীল, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি ইমতিয়াজ বাবলা, বঙ্গবন্ধু পরিষদ বন্দর থানার সাঃ সম্পাদক সৈয়দ আহমেদ বাদল, লবণ শ্রমিকলীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন, মহানগর যুবলীগ সদস্য মোহাম্মদ আক্তারহোসেন, যুবলীগ নেতা শহীদ শেঠ, জুয়েল, মহানগর ছাত্র লীগ’র ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, গণযোগাযোগ ও উন্নয়ন বিয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার হাসান ও মহানগর ছাত্রলীগ’র সহ-সম্পাদক মোঃ আরিফ, ছাত্রলীগ নেতা রেজাউল করিম বাবলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর উদ্দিন মারুফ, স্বাধীনতা নারী শক্তি পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম ইউনিট নেত্রীসহ বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।
বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদ :
জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চান্দগাঁও থানা বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা ১৫ আগস্ট মোহরা মৌলভীবাজার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। সভায় আবদুচ ছালাম বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। সেসময় জার্মানিতের অবস্থানের কারণে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা এবং শেখ রেহানা বর্বরোচিত সেই হত্যাকান্ড বাঙালির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়।
যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা কফিল উদ্দিনের পরিচলনায় সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠিতা সৈয়দ নজরুল ইসলাম, বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক রফিকুল আলম, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম আনোয়ার মির্জা, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক। যুবলীগ নেতা আবছার খান, মো. মোহাম্মদ আরজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জাফর, মো. ইসহাক, মো. ফারুক, চান্দগাঁও বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের আহবায়ক শওকত আলম, সদস্য সচিব এস এম মামুন, দোলায়ার হোসেন খোকন, পূর্ব ষোলশহর বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের আহবায়ক মনির উদ্দীন, মোহরা বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন, নগর ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মো. দেলোয়ার, মো. সাকিব। উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং যুব মহিলা লীগের নেতৃবন্দ। বিজ্ঞপ্তি
চট্টগ্রাম জেলা পরিষদ :
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য সত্ত্বা। স্বাধীনতার ৪৮ বছর পরে তারাই কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। গত ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মো: মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব, দেবব্রত দাশ, সদস্য মো: শওকত আলম, আ.ম.ম দিলসাদ, মোহাম্মদ ইউনুস, এডভোকেট উম্মে হাবীবা, জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মো: মনিরুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভার পূর্বে ১৫ আগষ্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন শেষে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত-নির্যাতিত মুক্তিকামী গণমানুষের মুক্তির দিশারী। আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, সিনেট সদস্য প্রফেসর ড. শংকর লাল সাহা, সিন্ডিকেট সদস্য জনাব সেতু রঞ্জন বিশ্বাস, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. খালেদ মিসবাহুজ্জামান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব প্রণব মিত্র চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ,চবি’র সাধারণ সম্পাদক মশিবুর রহমান, চবি অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক, চবি কর্মচারী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবদুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমেদ। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শহীদদের স্মরণে এবং দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
জেনারেল হাসপাতাল :
২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. আবদুস সালাম। হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. শাহ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আবদুর রব, ডা. মো. আশফাক আহমদ, ডা. বিজন কুমার নাথ, জুনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দীনেষ চন্দ্রশীল। কোরআন তেলাওয়াত করেন সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আবদুল জলিল এবং হাসপাতালের হিসাব রক্ষক মোহাম্মদ ফোরকান। সভার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা ও ভূমিকা রাখার কারনে স্বাস্থ্য খাত অনেক দূর এগিয়ে গেছে। বিনা চিকিৎসায় এখন কাউকে কষ্ট পেতে হয় না। আজকের শোককে শক্তিতে পরিণত করে স্বাস্থ্যখাত আরো এগিয়ে নিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা গত বৃহস্পতিবার বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি’র সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশনেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম, সহ সভাপতি অধ্যাপক মো: মঈনুদ্দিন, এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জসিম উদ্দিন, ইউনুস গণি চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম পেয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত, কোষাধ্যক্ষ এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদ আবুল কাশেম চিশতি, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জি. মো: হারুন, আইন সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, সহ-দপ্তর সম্পাদক আলাউদ্দিন সাবেরী, উপদেষ্টা এড. এম.এ নাসের চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন রাশেদ, মো: নুরুল হুদা, ইফতেখার হোসেন বাবুল, মঞ্জুরুল আলম চৌধুরী, শওকত আলম, এস.এম শফিউল আজম, শাহনেওয়াজ চৌধুরী, কাজী মো: ইকবাল, মোহাম্মদ ইদ্রিস, কেন্দ্রীয় যুবলীগ সহ-সম্পাদক মো: সেলিম উদ্দিন, উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এস.এম রাশেদুল আলম, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিত, কেন্দ্রীয় যুবলীগ সদস্য রাশেদ খান মেনন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, সভাপতি তানভির হোসেন তপু, সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে ফজলে করিম চৌধুরী এম.পি বলেন, ১৫ আগষ্টের খুনি ও তাদের সুবিধাভোগী চক্রের ষড়যন্ত্র আজো থেমে নেই। জেনারেল জিয়াকে বঙ্গবন্ধু হত্যাকান্ডের ষড়যন্ত্রকারী আখ্যায়িত করে তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম অমর অক্ষয় হয়ে থাকবে। এম.এ সালাম বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি অর্থনৈতিক মুক্তির কাজ শুরু করেছিলেন, কিন্তু ঘাতকরা তাঁর সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। আজ বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচীর মধ্যে ভোরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল সাড়ে ৩ টায় মওলানা মো: ফখরুদ্দিনের পরিচালনায় মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সেক্টর কমান্ডার্স ফোরাম :
সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা আজ বৃস্পতিবার বেলা ১১ টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট বি.কে বিশ্বাস বিপ্লব, সহসভাপতি মুক্তিযোদ্ধা ফজল আহাম্মদ, মুক্তিযোদ্ধা গৌরি শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, যুগ্ম সম্পাদক মো: সেলিম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এড. সাইফুন্নাহার খুশি, সম্পাদক মন্ডলীর সদস্য এড. ইফতেখার উদ্দিন রাসেল, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, নুরুল হুদা চৌধুরী, এড. জাহাঙ্গীর আলম, নবী হোসেন সালাউদ্দিন, মঈনুল আলম খান, দীপন দাশ, নুরুল হোসেন মাসুদ, সুপ্রিয় দাশ অপু, কামাল হোসেন রিজভী, মোস্তাফিজুর রহমান বিপ্লব, রাজীব চন্দ, ভাস্কর দেব, আবু তালেব চৌধুরী সানি, এড. ইমতিয়াজ উদ্দিন সোহেল, জবরুল্লাহ জয়, ইসমে আজিম, আশারফ খান, আবুল কাশেম চৌধুরী, অর্শিনী কুমার নাথ, সাজ্জাদুল করিম প্রমুখ।
চট্টগ্রাম শিশু একাডেমি :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে গত ১৫ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিল-সকাল ৮টায় খতমে কোরআন, মিলাদ মাহফিল, সকাল ৯টায় সার্কিট হাউস থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য শোক র‌্যালি, সকাল সাড়ে ৯টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সকাল ১০টায় একাডেমিতে দিবসটি উপলক্ষে অনুষ্টিত জেলা প্রশাসনের আলোচনা সভায় শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু একাডেমির শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা। এছাড়া বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু একাডেমি মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর :
১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যেগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো কালো ব্যাজ ধারণ,স্মরণসভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের আত্নার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এড. এ. এইচ. এম. জিয়া উদ্দিন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক কে বি এম. শাহজাহান, নুরুল কবির,তারেক মাহমুদ পাপ্পু, আনোয়ারুল ইসলাম বাপ্পী,পংকজ চৌধুরী কংকন সহ মহানগর থানা ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
অবিনাশী ৭১’ প্রয়াত নেতা সন্তান পরিষদ :
শোকাবহ ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলা ৩টায় প্রেস ক্লাবের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অবিনাশী ৭১’ প্রয়াত নেতা সন্তান পরিষদের নেতৃবৃন্দরা। ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে শুরুতে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এতে সংগঠনের সম্মানিত সভাপতি ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক পারভেজ মান্নান’র সঞ্চালনায় ১৫ আগস্টের জাতির জন্য যে কলঙ্কিত অধ্যায় বহন করেছিল ও সেদিনের নিষ্ঠুর হত্যাযজ্ঞের বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবু তৈয়ব সিদ্দিকী, রোটারিয়ান ইলিয়াছ, সরফুদ্দিন রাজু, মো: জহির, মেরাজ তাহসিন সফি, ভাস্কর চৌধুরী, সাইফুদ্দিন খালেদ রানা, ইমরান মিয়া চৌধুরী, তাজিব সুলতান, ওয়াহিদুল আলম শিমুল, আসাদুজ্জামান খান, মো: নিজাম উদ্দিন সুলতান, সিজার বড়ুয়া, তানিম মান্নান, জুলকার নাঈম জুল কারনাঈন, জিয়া উদ্দিন, রুবা আহসান, আরফাতুল মান্নান ঝিনুক, শামীমা সফি, ইমতিয়াজ সাঈদ সর্দার, সাজ্জাদ আলী ইভান, মো: মহিউদ্দিন, জয়নুদ্দিন জয়, রাজিব চৌধুরী রাজু, সুচিত্রা গুহা টুম্পা, আ.ন.ম মিনহাজ উদ্দিন, স্বরূপ সেন, জাইদিদ মাহমুদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগণ। বিজ্ঞপ্তি
ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও) :
ইতিহাসের মহানায়ক,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও) এর উদ্যোগে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ক্যাম্পাসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৮টায় কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, র‌্যালি ও দোয়া মাহফিল। আইসিও এর শিক্ষার্থী মো. আসিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। এরপর দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আইসিও এর একাডেমিক কোডিনেটর অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানীর উপস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইসিও এর পরিচালক ডা. খুরশীদ আলম। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মো. কামরুল ইসলাম, আইসিও এর সহযোগী অধ্যাপক ডা. জেসমিন আহমেদ, হাসপাতালের ডেপুটি ম্যানেজার (এডমিন)মো. রোকনুন চৌধুরী,ডা. সুজিত কুমার বিশ্বাস, ডা. সোমা রানী রায়, জুনিয়র কনসালটেন্ট ডা. তনিমা রায়, হাসপাতালের সহযোগী ব্যবস্থাপক (প্রশাসন) সাজিউল ইসলাম, হাসপাতালের ডেপুটি ম্যানেজার (ইন্টারনাল অডিট) রুপায়ন বড়–য়া, আইসিও এর প্রভাষক জুয়েল দাশগুপ্ত, হিসাব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুর রহমান, হাসপাতালের সেফটি এন্ড সিকিউরিটির এসেসটেন্ট অফিসার মো. ফয়সাল উদ্দিন, শিক্ষার্থী খালিদ আল রাকিব প্রমুখ। বিজ্ঞপ্তি
পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এ দিন সকাল ১০টায় পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা জাহেদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আবদুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সর্বজনাব হাসান শরীফ, সগীর আহমদ, সিরাজদৌলাহ সিরু, রশীদ আহমদ, পেঁচু মিয়া, তোফাজ্জল হোসেন অপু, শাহাজাহান সাজু, আহসান কবীর সুজন,আবদুর রহিম রাজু, ওবাইদুল কবীর মিন্টু, আরসাদ হোসেন আরজু, দিদারউল্লাহ দিদু, সাইফুল ইসলাম, সাইদুল আলম বুলবুল, আবদুল নবী, সোলায়মান মিয়া, যুবলীগ সভাপতি আবদুল মান্নান ও সাধারন সম্পাদক আহমেদ আবদুর রহিম, ছাত্রলীগ নেতা আসাদ রায়হান, ইমরান হোসেন ডলার, অভি প্রমুখ।
বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন :
বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে তাঁর আত্নার মাগফেরাতের জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৪টি কুরআন শরীফ দান করেছে। কুরআন শরীফ দানের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা চেয়ারম্যান লায়ন এম আশরাফুল আলম।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম (যুদ্ধাহত), এফ.এফ আকবর খান, জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল।
চট্টগ্রাম মহানগর তাঁতী লীগ :
জাতীয় শোক দিবসে চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে আন্দরকিল্লা সিটি কর্পোরেশন ভবনস্থ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহবায়ক নুরুল আমিন মানিক ও সদস্য সচিব রত্নাকর দাশ টুনুর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক মো. শহীদ, এবিএম মাছুম আহম্মদ, শ্রীপ্রকাশ দাশ অসিত, মো. গিয়াস উদ্দিন, এসএম আবুল কালাম, মো. আবু বক্কর, সদস্য রূপক চৌধুরী, কামরুল ইসলাম হীরা, নুরুল ইসলাম নাহিদ, শারমীন আক্তার (জয়া), নুরুল ইসলাম, মো. সরয়োর্দী, মো. আজিজুল হক, হিলে­াল সেন উজ্জ্বল, সুকান্ত মহাজন টুটুল, মিশু তালুকদার, প্রকৌশলী সৈকত দাশ, আসাদুজ্জামান নয়ন (বাবু), অধ্যাপক অঞ্জন দত্ত, মো. জুয়েল, ইয়াছিন হোসেন, নুরুল আলম টারজেন, মোহাম্মদ নাছির, লিয়াকত আলী, রনেশ হাওলাদার, রাহুল দত্ত, দীপ্ত সিংহ, মাঈন উদ্দিন, সাইফুল ইসলাম মারুফ, মোহাম্মদ সোহেল, মো. মতিউর রহমান প্রমুখ।
বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন প্রচার পরিষদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গত ১৪ আগস্ট হযরত শাহ্ আমানত (র.) এতিমখানার কোরানের হাফেজ ও উলামা মাশায়েকদেরকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন প্রচার পরিষদের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাবেদ নজরুল ইসলাম। মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম জাফর, সহ সভাপতি মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ। বিজ্ঞপ্তি