বঙ্গবন্ধু বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস

25

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ঘরে তুলেছে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। গতকাল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনাকর এক ফাইনালে মুশফিকুর রহীমদের ২১ রানে হারিয়েছে আন্দ্রে রাসেলরা। টস হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় রাজশাহী। লক্ষ্য তাড়ায় আট উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয় খুলনা।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে হারিয়ে হোঁচট খায় খুলনা। মোহাম্মদ ইরফানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন শান্ত। পরের ওভারে আবু জায়েদ রাহির শিকার হয়ে বিদায় নেন আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজও (২)। দলীয় মাত্র ১১ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা টাইগার্স। তৃতীয় উইকেট জুটিতে সেখান থেকে দলকে অনেকটা এগিয়ে নিয়েছেন শামসুর রহমান শুভ আর রাইলি রুশোর চমৎকার ব্যাটিং। কিন্তু ১১তম ওভারে ২৬ বলে ৩৭ রান করা রুশোকে ফিরিয়ে ম্যাচের গতি রাজশাহীর দিকে ফিরিয়ে দেন মোহাম্মদ নওয়াজ। এর দুই ওভার পর হাফসেঞ্চুরিয়ান শুভ (৪৩ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫২) ও মারকুটে আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানকেও (৪) তুলে নিয়ে খুলনাকে শিরোপার স্বপ্ন থেকেই ছিটকে দেন ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি।
এরপরও শেষ ভরসা হয়েছিলেন মিস্টার ডিফেন্ডবল অধিনায়ক মুশফিক। কিন্তু আন্দ্রে রাসেলের দুর্দান্ত এক ডেলিভারিতে অধিনায়কও শেষতক ব্যক্তিগত ২১ রানে বোল্ড হয়ে গেলে শিরোপা স্বপ্ন ভেঙে যায় দলটির।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমিরের শিকার হয়ে দলীয় ১৪ রানেই সাজঘরে ফিরে আসেন রাজশাহী রয়্যালসের ওপেনার আফিফ হোসেন।
এরপর লিটন দাসকে সাথে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ইরফান শুক্কুর। দলীয় ৬৩ রানে ২৮ বলে ২৫ রান করা লিটন দাসকে ফেরান শাহিদুল ইসলাম। সাথে সাথে পূরণ করেন ব্যক্তিগত ২০ উইকেটের কোটা।
রাজশাহীর শিবিরে তৃতীয় আঘাত হানেন ফ্রাইলিঙ্ক। শোয়েব মালিককে ৯ রানে ফিরিয়ে উঠে যান সর্বাধিক উইকেট শিকারি তালিকার দুই নম্বরে।
এত আসা যাওয়ার মাঝে উইকেটে অবিচল ছিলেন ইরফান শুক্কুর। দলকে এগিয়ে নেবার সাথে সাথে তুলে নেন বিপিএলে নিজের প্রথম অর্ধশতক। দলীয় ৯৯ রানে তাঁকে সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। সেই সাথে বাগিয়ে নেন বিপিএলের এবারের আসরে নিজের ২২ তম উইকেটটি।
এরপর মোহাম্মদ নেওয়াজকে সাথে নিয়ে খুলনার বোলারদের উপর স্টিম রোলার চালাতে থাকেন আন্দ্রে রাসেল। তাঁর অপরাজিত ১৬ বলে ২২ এবং নেওয়াজের ২০ বলে করা ৪১ রানে ভর দিয়ে খুলনার দিকে ১৭১ রানের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দেয় রাজশাহী। খুলনার হয়ে ৩৫ রানের খরচায় দুই উইকেট পান মোহাম্মদ আমির। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল।