বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

65

কোনো ফ্রাঞ্চাইজি ছাড়াই আয়োজন হতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। এবারের আসরের আয়োজন ও দল ব্যবস্থাপনা সম্পূর্ণটাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।
সেই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের উদ্বোধন। আর ৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের সপ্তম আসর।
কিন্তু নানা কারণে, ৫ দিন পিছিয়ে যাচ্ছে বিপিএলের উদ্বোধন এবং শুরুর তারিখ। ৩ ডিসেম্বরের পরিবর্তে বিপিএলের উদ্বোধন হবে ৮ ডিসেম্বর। আর টুর্নামেন্ট শুরু হতে পারে ১১ কিংবা ১২ ডিসেম্বর।
বিসিবি আগেই সিদ্ধান্ত নিয়েছে এবারের আসরে কোনো ফ্রাঞ্চাইজি থাকবে না। বিপিএলের দল গঠন ও পরিচালনা উভয়টিই করবে বিসিবি। প্রতিটি দল পরিচালনার জন্য বিসিবি কর্তৃক একজন করে পরিচালক নিয়োগ দেওয়া হবে। এছাড়া থাকবে স্পন্সর পার্টনার।