‘বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসের মহাকাব্যের অমর স্রষ্টা’

56

চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘মুজিব শতবর্ষের’ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সূর্যাস্তের পর বঙ্গবন্ধুর অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শত প্রদীপশিখা প্রজ্জ্বলন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সমাজ বিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন।
ড. অনুপম সেন বলেন, হাজার বছরের পরাধীন বাঙালির ইতিহাসে বঙ্গবন্ধুই বাঙালিকে স্বাধীনতা এনে দিতে পেরেছেন। বীর বাঙালির শতজনমের আরাধ্য স্বপ্নপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মেই বাঙালি জাতীয়তাবাদের স্বার্থকরূপ বিকশিত হয়েছে। মেধা মননে অনন্য সমকালীন বিশ্বের অদ্বিতীয় জাতীয়তাবাদী নেতার সমগ্র জীবনই ছিল বাঙালির মুক্তির জন্য নিবেদিত; যা তিনি বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসের মহাকাব্যের অমর শ্রষ্টা। বাঙালি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য সত্ত্বা। তিনিই গড়েছিলেন এক রক্তাক্ত আদর্শের পতাকা ও মানচিত্র। ইতিহাসের ঘটনা প্রবাহে ৭১’এ সশস্ত্র মুক্তিসংগ্রামে বিশ্বের মানচিত্রে প্রথমবারের মতো অঙ্কিত হয় স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে মাত্র ৯ মাসে ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ; যার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব। তাই বাঙালির ইতিহাসের পাতায় বঙ্গবন্ধুর নাম অক্ষয়-অম্লাণ হয়ে থাকবে চিরকাল।
সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চবি শিক্ষক অধ্যাপক হিমু হামিদ, নগর সাধারণ সম্পাদক অ্যাড. বি কে বিশ্বাস, জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, হাজী আবু বক্কর সিদ্দিকী, ফোরকান উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার রফিন সেন, মুক্তিযোদ্ধা গৌরি শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা খায়ের আহাম্মদ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা এসএম নুরুল আমিন, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, সেলিম চৌধুরী, অ্যাড. ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক খান, শাহেদ মুরাদ শাকু, অ্যাড. সাইফুন্নাহার খুশি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, অ্যাড. রিক্তা বড়ুয়া, রওশন আরা বেগম,
ফারজানা বেগম মিলা, ইয়াছমিন আরজু, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, জসিম উদ্দিন, হাজী সেলিম রহমান, নুরুল হুদা চৌধুরী, নাজিম উদ্দিন, মো. ইব্রাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি