বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল বিভাগ পর্যায়ের খেলা আগামীকাল শুরু

45

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা আগামীকাল (১৯ ডিসেম্বর) এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। সকাল ১০টায় বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান ৪ দিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
এতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেবে। কাল সকাল ৯টায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে নোয়াখালী-কক্সবাজার এবং সাড়ে ১০টায় রাঙামাটি-খাগড়াছড়ি এবং বঙ্গমাতায় সকাল ৯টায় কুমিল্লা-খাগড়াছড়ি ও সাড়ে ১০টায় বান্দরবান-ব্রাহ্মণবাড়িয়া প্রতিদ্বন্দ্বিতা করবে।
এ উপলক্ষে গতকাল বিকেলে সিজেকেএস সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. সুলতান মিয়া লিখিত বক্তব্যে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিযোগিতার মিডিয়া কমিটির আহবায়ক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৫০ ও রানার্স-আপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। অন্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগীয় কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা মামুন কবির, তাপস কুমার পাল ও ডবলমুরিং থানার সহকারী শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ উপস্থিত ছিলেন।