বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের আলোকচিত্র প্রদর্শনী

40

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেন, আজীবন আদর্শ লালন করা কঠিন কাজ। সকলে আজীবন আদর্শ লালন করতে পারে না। যারা বঙ্গবন্ধুকে হত্যার পর বিচারের সকল পথ রুদ্ধ করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ৩১ আগস্ট শনিবার আমবাগানস্থ আইডিইবি ভবন মিলনায়তনে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস আলীর সভাপতিত্বে সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী মৃত্যুঞ্জয়ী মুজিব এর কথামালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক জাফর আহমেদ সাদেক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আবদুল খালেক, দপ্তর সম্পাদক এস এম সেলিম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর, চাকুরী বিষয়ক সম্পাদক আবু জাফর, হাটহাজারী উপজেলা শাখার সভাপতি প্রনব কুমার মহাজন, সদস্য সাদরুল হক, পাপন বড়ুয়া, শান্তনু দাশ, হাসমত আলী, শাহীন চৌধুরী, রায়হানুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা ছাত্র পরিষদের সভাপতি জাফর ইকবাল জনি, সহ সভাপতি কামরুন নাহার শাহীন, সৈয়দ নুরুল আবছার, ছাত্রনেতা মো. নাহিয়ান প্রমুখ। সভা শেষে সকল অপশক্তিকে রুখে দেয়ার প্রত্যয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে মাসব্যাপী কর্মস‚চির সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি