বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা

66

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর আর্থিক পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ এ গতকালকের ১ম খেলায় চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ২-১ গোলে রাঙ্গামাটি আইডিয়াল স্কুল কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। উক্ত খেলায় চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের খেলোয়াড় সিফাত এবং শাহরিয়ার ১টি করে এবং রাঙ্গামাটি আইডিয়াল স্কুলের খেলোয়াড় শরফুদ্দীন ১টি গোল করে। দিনের ২য় খেলায় প্রতিযোগিতার ১ম সেমি ফাইনালে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী (কক্সবাজার) বনাম জে এম সেন স্কুল এন্ড কলেজ মোকাবেলা করে। উক্ত খেলাটি নির্ধারিত সময়ে ০-০ গোলে ড্র হলে টাইব্রেকার শ্যূট আউটে ৩-২ গোলে জে এম সেন স্কুল এন্ড কলেজকে হারিয়ে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী (কক্সবাজার) ফাইনালে উন্নীত হয়। এতে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী (কক্সবাজার) এর পক্ষে সাকিব, আরিফ ও শাহেদুল ১টি করে এবং জে এম সেন স্কুল এন্ড কলেজের পক্ষে জিকু এবং আরিফুল ১টি করে গোল করে।
আজ ২৮ জানুয়ারী বিকাল ৩:৩০ টায় ২য় সেমি ফাইনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ পরস্পরের মোকাবেলা করবে।