বঙ্গবন্ধু জাগরণের অগ্রদূত

119

মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ :
মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ-চট্টগ্রামের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি সালাহউদ্দিন লিটনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অথিতি ছিলেন লেখক অধ্যাপক মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক অমর দত্ত, সংগঠক জসিম উদ্দীন চৌধুরী, নারী নেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, মনজুরুল আলম, সজিত দাশ, আসিফ ইকবাল, কবি সজল দাশ, রুমকি সেনগুপ্ত, বিজয় দাশ প্রমুখ। পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম এর উদ্যোগে সমিতির ৩নং মিলনায়তনে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক মোহাম্মদ আইয়ুব খানের সভাপতিত্বে এবং সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় শোকসভা অনুষ্ঠিত হয়। উক্ত শোকসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য এ.কে.এম. সিরাজুল ইসলাম চৌধুরী, রতন কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক আবু মো. হাশেম, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি এম.এ.নাছের চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, সাবেক সহসাধারণ সম্পাদক কাজী নজমুল হক, দুদক পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী, সিনিয়র আইনজীবী সৈয়দ মোক্তার আহমদ, অন্য্যন্য আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পাঠাগার সম্পাদক মো. সালাউদ্দিন আহমদ চৌধুরী লিপু, সাবেক সাংস্কৃতিক সম্পাদক পাপড়ী সুলতানা, দুলাল চন্দ্র দেবনাথ, সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল আলম ও কানু রাম শর্মা, মো. ওমর ফারুক শিবলী, ফিরোজ উদ্দিন তারেক, মঈনুল আলম চৌধুরী, গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম অভি, উজ্জ্বল সরকার, পিটু কুমার শীল, বিবি আয়েশা, রোকসানা আক্তার, সুমন চৌধুরী, মো. আজাদ, মো. ওমর ফারুক, সুজিত মহাজন, ভুপাল চৌধুরী, মো. আলম উদ্দিন, তোফাজ্জল হোসেন এবং সামশুল আলম, এছাড়া কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মো. রফিকুল আলম, সহ সাধারণ সম্পাদক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. রাশেদ ফারুকী, নির্বাহী সদস্য মো. জাহিদুল ইসলাম চৌধুরী, মো. আরিফ উদ্দীন চৌধুরী, পাইরিন আক্তার, মোহাম্মদ আফজাল হোসাইন, মো. সাহেদ উল আলম সাইমনসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শোকের মাসের শপথ নিয়ে খুনের রাজনীতি, হত্যার রাজনীতি আমরা বন্ধ করতে চাই। বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ তাকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোনো অস্তিত্ব নেই। আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবন আলেখ্য শীর্ষক আলোক চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান। সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এ হাশেম চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, মিজানুর রহমান সেলিম, তৌহিদুর ইসলাম রহমানী, মোশাররফ হোসেন, আবু বক্কর, মোঃ হারুনুর রশিদ চৌধুরী, আবদুল মালেক খান, সোহেল মোহাম্মদ মঞ্জুর, মোঃ আতাউল করিম, ইমরান খান, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল তালুকদার, এড. এ.এন.এম. রোকনুজ্জামান মুন্না, প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয়, সাংগঠনিক সম্পাদক কায়েস সরোয়ার সুমন, আব্দুল ওয়াজেদ ছিদ্দিকী, শফিউল আলম লিটু, রাজিন দাশ রাহুল, দপ্তর সম্পাদক উজ্জ্বল ধর, অর্থ সম্পাদক ফয়েজ আহম্মদ টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের পরিবেশষ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আমিরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাশেম উদ্দিন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন লিটন, সহ নাট্য বিষয়ক সম্পাদক শফিউল আজম, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক মফিজুর রহমান বাহাদুর, প্রবীর দাশ সুমন, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ বাবুল, মোঃ জামিল উদ্দিন, চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর অজয় দত্ত, সাতকানিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশন :
ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় কুরআনখানি, তবারুক বিতরণ এবং সকাল ১১টায় জেলা পর্যায়ে হিফজুল কুরআন, রচনা প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল ইসলামিক ফাউন্ডেশন আন্দরকিল্লা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মো: আবু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াসিকা আয়েশা খান এমপি। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জমিয়তুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্স এর প্রকল্প পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা পর্যায়ে হিফজুল কুরআন, রচনা প্রতিযোগিতা এর বিজয়ীদেরকে সনদ ও পুরস্কার প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধু সহ অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া। বিজ্ঞপ্তি
মানবাধিকার এসোসিয়েশন :
বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা গত ১৯ আগস্ট বিকাল ৪ ঘটিকায় নগরীর কোর্ট হিলস্থ কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কর কাউন্সিলের সাবেক সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মাহবুব উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সংগঠনের সাধারণ সম্পাদক ড. জিনবোধি ভিক্ষু। সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সকল আন্দোলন সংগ্রামে যিনি সবসময়ে সামনেই থাকতেন তিনিই বঙ্গবন্ধু। বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোপান। বঙ্গবন্ধুকে যতবেশি জানা যাবে ততবেশি বাংলাদেশকে জানা যাবে। সভায় গঠনের প্রচার সম্পাদক স.ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এড. লুৎফুর নাহার বকুল, এড. শরীফা নার্গিস কণা, সি.আর.বিধান বড়ুয়া, ডা. মোঃ জামাল উদ্দিন, শহীদুল ইসলাম সালাম, মাসুমা কামাল আঁখি, মো. গোলাম রহমান, একরামুল হক বাবুল, এড. শিখা চক্রবর্তী। বিজ্ঞপ্তি
অক্ষরবৃত্ত :
কবিতা আর শোকগাঁথা আলোচনায় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘অক্ষরবৃত্ত’র উদ্যোগে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৪তম মৃত্যু বার্ষিকী ও শোকদিবস পালন করা হয়। সন্ধ্যা ৭টায় অক্ষরবৃত্ত’র কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের¡ নির্বাহী পরিচালক কাজী জোহেবের সঞ্চালনায় সত্বাধিকারী ও প্রকাশক আনিস সুজনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন কবি ও গবেষক এবিএম ফয়েজ উল্ল্যাহ, শিশুসাহিত্যিক জসিম মেহবুব, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক সৌরভ সাখাওয়াত, কবি ও প্রাবন্ধিক তৌফিকুল ইসলাম চৌধুরী, গল্পকার আলী আসকর, গল্পকার ও অনুবাদক ফারজানা রহমান শিমু, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সরওয়ার সুমন, গীতিকার ও কথন সম্পাদক ফারুক হাসান, গল্পকার ও শিশুসাহিত্যিক রমজান আলী মামুন, কবি ও প্রান্ধিক সাঈদুল আরেফীন, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক ও প্রাবন্ধিক আকাশ ইকবাল, শিশুসাহিত্যিক সাইফুল্লা কায়সার, কবি ও নাট্যকার মহিউদ্দীন চৌধুরী, কবি তানভীর হাসান বিপ্লব, কবি সালাম সৌরভ ও কবি সরওয়ার আরমান। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইলিয়াছ ইমরুল, কবি আলোক আজম, আইটি বিশেষজ্ঞ মনির, এনায়েত কমল, নোমান প্রমুখ। শোক দিবস পালন শেষে অক্ষরবৃত্ত’র স্বত্বাধিকারী ও প্রকাশক আনিস সুজনের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে উপস্থিত অতিথিবৃন্দ এবং চট্টগ্রাম একাডেমি, চট্টগ্রাম কবিতা পরিষদ, চট্টগ্রাম লেখক-পাঠক পরিষদ, জাতীয় কবিতা মঞ্চ, জাতীয় কবি পরিষদ, বন্ধুবৃত্ত, চাঁদের মেলা প্রমুখ। বিজ্ঞপ্তি
সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ :
১৫ আগস্ট উপলক্ষে সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ, চান্দগাঁও চট্টগ্রামে মাসব্যপী জাতীয় শোক দিবস পালন করা হয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও মাসুদ রানা’র সঞ্চালনায় দুপুর আড়াইটায় সমাপনী অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন শিক্ষার্থী ওসামা বিন মনসুর ও জুয়ারিয়া আহাম্মেদ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মি. সাইফুল ইসলাম মানিক, প্রভাষক মি. মাহবুবুল আলম, প্রভাষক মি. নাছির উদ্দীন সিনিয়র শিক্ষক, সোহানা রহমান সহকারী প্রধান শিক্ষক, সরওয়ার খাঁন পরিচালনা পর্ষদের সদস্য। সকলের বক্তব্যে ফুটে উঠেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহিমান্বিত দিক নির্দেশনা, অবদান ও অবিস্মরণীয় মানসপট। অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও আর্দশ নতুন প্রজন্মের জন্য অবশ্যই অনুকরণীয় ও অনুসরণীয়। এছাড়া মাসব্যপী শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরিশেষে আলোচনা অনুষ্ঠান ও দোয়া-মাগফিরাত কামনার মাধ্যমে শোক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড মুজিব সৈনিক :
নগরীর পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে মুজিব সৈনিকের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এই উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল- শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা। পুরাতন ওয়ার্ড কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন পরবর্তী আলোচনা সভা ৩নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. জোবাইর হোসেনের সভাপতিত্বে ও হাসিবুল হোসেন আসিফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী সোহেল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মো. ফরহাদ পাপন, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদ নেতা ফরহাদ হাসান সয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা অভি বণিক। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সৈয়দ তাহসিন নিশাত পিজন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা নাইম উদ্দিন অপু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা নাজমুল হক পারভেজ, নিমাই দাশ, মাসুদ তালুকদার, সাকিব, ইমতিয়াজ, শাহরিয়ার খান, ইফতি খান, শাহদাত, আরিফুল ইসলাম আরিফ, ফয়সাল হাসান নওশাদ, মো. তানভির, মো. আব্দুল হাকিম সাদমান, আতিক আফসা, আবুল হাশেম রাহাত, এহসানুল হক রিজভী, সাইম, সাইফুল, ফাহিম, বাপ্পি, হৃদয়, নয়ন, ওয়ার্ড প্রগতি সংগঠনের সাধারণ সম্পাদক সামসুজ্জামান জনি।
প্রাইমারি চিকিৎসক সোসাইটি :
বাংলাদেশ শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল মতিন বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সবাইকে হত্যা করে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থমকে দিয়েছিলো স্বাধীনতা বিরোধীচক্র। প্রাইমারী চিকিৎসক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের জেলা সাংস্কৃতিক সম্পাদক মাইন উদ্দীন সাগরের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। এতে বঙ্গবন্ধু ও তার বিশাল কর্মময় জীবনের উলে­খযোগ্য ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, অর্থ সম্পাদক এম আর কে রুবেল, বাকলিয়া থানা কমিটির সংগ্রামী সম্পাদক সেকান্দর হোসেন মানিক, মো: পারভেজ, শাহাদাত হোসেন পাটওয়ারী, অনুপ কুমার দাশগুপ্ত, খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১৫ আগস্টের সকল নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত প্রার্থনা করা হয়।
মমতা :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মমতার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। সম্প্রতি মমতা’র প্রধান কার্যালয়ে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মমতার প্রধান নির্বাহী ও সাবেক লায়ন্স গভর্ণর রফিক আহমদ। শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ, ইকবাল আল মাহমুদ, উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন, শ্যামল কান্তি দাশ, প্রশাসক (স্বাস্থ্য) এম.এম. এর্শাদ, সহকারী পরিচালক কামরুন নাহার পারভিন প্রমুখ। অনুষ্ঠানে মমতা’র অন্যান্য পরিচালকবৃন্দ ও সকল স্তরের কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সনের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করা হয়। অপরদিকে দিবসটির প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা কালচারাল ইনস্টিটিউট এর উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি