‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’

88

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় চট্টগ্রাম নগরীর জামালখানস্থ চিটাগাং আইডিয়্যাল হাই স্কুল মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’-বিষয়ক মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার অনুষ্টানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শাহীদা নাসরিন শিউলীর সঞ্চালনায় অনুষ্টিত সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মোহাম্মদ মমতাজ উদ্দিন কুতুবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন ও স্কুলের একাডেমিক ডিরেক্টর আমেনা শাহীন। অনুষ্টানের শুরুতে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্য দুই বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অতিথিবৃন্দরা স্কুলের বিজ্ঞানাগার পরিদর্শন করেন। সাক্ষাৎকার অনুষ্টানে বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীরা দুটি গ্রুপে বিভক্ত হন। একটি গ্রুপের শিক্ষার্থীরা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদকে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে ৪১টি প্রশ্ন তুলে ধরলে তিনি পর্যায়ক্রমে সকল প্রশ্নের উত্তর দেন এবং জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দৃশ্যমান উন্নয়নের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদেরকে অবগত করেন। অন্য গ্রুপের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা চৌধুরী মোহাম্মদ মমতাজ উদ্দিন কুতুবীর সাক্ষাৎকার নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিরুল হোসেন, শিক্ষক জয়নাব আকতার, ফাতেমা তুজ জোহরা, এমরান হোসেন, মোহাম্মদ রাহাত, আফরোজা খানম, দিলকুশা খানম, তাহেরা সিদ্দিকা, নুসরাত শারমীন, আসমা ফারুকী, মোঃ সৈয়দুল আলম প্রমুখ। সাক্ষাৎকার অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ ও বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মোহাম্মদ মমতাজ উদ্দিন কুতুবীর কাছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী যথাক্রমে- সাদিদা আনিস, আদ্রিকা জাবীন ইকফা, তাসফিয়া আহমেদ, সাবিহা ফারহানা জিন্নাত, ফাবিহা আকতার, মেহজাবীন মুস্তাকী মিম, ইকরাতুন্নেসা, ইলহাম মানসিফ ইরফান, আসাদুল্লাহ মোঃ গালিব, আব্দুল্লাহ আবু জিহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি