বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহানগর জোনের কোচ ও ম্যানেজার মনোনয়ন

13

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উপলক্ষ্যে মহানগর জোনের দলের কোচ এবং ম্যানেজার মনোনীত করার লক্ষ্যে এক সভা গত ১১ জুন সিজেকেএস ফুটবল কমিটির কক্ষে সিডিএফএ’র সভাপতি এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ এর সাধারণ সম্পাদক আনম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মোহা. শাহজাহান, মনোরঞ্জন দে প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতভাবে পাঁচলাইশ জোনের জন্য মো. ইকবাল ও মো. সুমনকে কোচ এবং কাজী মো. জসিম উদ্দিন ও মো. সাইফুল আলম খানকে ম্যানেজার, পাহাড়তলী জোনের জন্য নূর হোসেন দৌলত কোচ ও মো. আলমগীর, হারুনুর রশিদ, মো. আজাদকে ম্যানেজার। ডবলমুরিং জোনের জন্য শামসুদ্দিন চৌধুরী ও নেজামত আলীকে কোচ। বন্দর জোনের জন্য সুফল দাশ ও মো. ফরিদকে কোচ এবং ইমতিয়াজ বাবলা ও সাইফুর রহমানকে ম্যানেজার, কোতোয়ালী জোনের জন্য মহসিন আলী বাদশা ও মহসিন সাজু কোচ এবং আলী হাসান রাজু ও মোশাররফ হোসেন লিটনকে ম্যানেজার, চান্দগাঁও জোনের জন্য নাজিম উদ্দিন নাজু ও শ্রী নিহার রঞ্জন দাশকে কোচ এবং রায়হান উদ্দিন রুবেল ও শাহ নেওয়াজ চৌধুরী শামীমকে ম্যানেজার মনোনীত করা হয়। এই টুর্নামেন্টে যে সকল খেলোয়াড়ের জন্ম তারিখ ২৯ মার্চ ২০০৪ বা তার পরে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে। আগ্রহীদের (বালক ও বালিকা) স্ব স্ব থানাধীন মনোনীত কোচদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি