বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সমাবেশ

49

জাতির পিতা বঙ্গন্ধুর শততম জন্মদিন ও মহান স্বাধীনতা দিবসের শিক্ষার্থীদের এক সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আজ যারা শিক্ষার্থী তারা আগামীর বাংলাদেশে সুনাগরিক। তাদের হাত ধরে সামনে যাবে বাংলাদেশ। তিনি শিক্ষায়-দীক্ষায় জ্ঞানে-গুণে সচ্চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান শিক্ষার্থীদের। ৩১ মার্চ নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে সভাপতিত্ব করেন অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেদুল কবীর চৌধুরী। এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আইয়ুব খান, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ও সহ-সভাপতি ডা. মো. জামালউদ্দিন সহ অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ ২৩ বছর পাকিস্তানি শাসকদের নিপীড়ন এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে। তিনি বলেন, ১৯৭১ সনের ২৫ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর হত্যাযজ্ঞ শুরু করলে জাতির পিতা বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। মেয়র বলেন, ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে বিজয় অর্জিত হয়। রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে স্বাধীনতাকে অর্থবহ করবো।