বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে : খোকন চৌধুরী

42

তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী খোকন চৌধুরী বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে চলমান সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র হতো না। স্বাধীন বাংলার মানুষের জন্য যে ব্যক্তি সপরিবারে নির্মমভাবে ষড়যন্ত্রকারীদের হাতে নিহত হয়েছেন। এমন মহান ব্যক্তির ভাস্কর্য নিয়ে বিরোধীতা করা মানে এই দেশকে অস্বীকার করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধীতাকারী ইন্দনদাতাদের খুঁজে বের করতে হবে। তিনি গতকাল ৫ ডিসেম্বর তৃণমূল-এনডিএম ও তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধীকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা পরিষদের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এনডিএম কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. প্রণব চৌধুরী। সমাবেশে আরো বক্তব্য রাখেন এনডিএম ভাইস চেয়ারম্যান পল্টু পালিত, মো. নাছির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোরশেদ আলম, প্রণব চক্রবর্তী, প্রীতি দাশ, ফরিদা ইয়াসমিন, নাছির উদ্দিন, সাগর দে, সন্ধ্যা দাশ, আশীষ দাশ, বাবুল দাশ, রফিক আহমেদ লিটন, মো. গিয়াস উদ্দিন, মো. টিটু, বাসু দাশ, জাকির হোসেন, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মো. সেলিম উল্লাহ, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সদস্য আকাশ দাশ, শুভ দেবনাথ, আলী আসমা, উর্মি আক্তার, সুমন দাশ, শিরীন আক্তার, মোজাহের আলম ভুট্টু, মো. নুরুজ্জামান প্রমুখ। বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে মিলিত হয়। বিজ্ঞপ্তি