বঙ্গবন্ধুর জীবনীগ্রস্থ বিতরণ মানবাধিকার কাউন্সিলের

36

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, নুর-ই-আকবর চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসাইন, আবছার উদ্দিন অলি, তাসলিমা আক্তার বাধন, অরুপ বড়ুয়া, সাইকা পারভীন মিলি, মিজানুর রহমান বাপ্পী, মো. ইসহাক, অদিতি ইয়াসমিন, শাহ আলম, মোহাম্মদ ইসমাইল, তানজিদ ইকবাল। এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ শিশু-কিশোররা পাঠ করলে স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও বাংলাদেশের জন্ম সম্পর্কে জানতে পারবে। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বেলার দিনগুলো সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো আমরা লাল সবুজের এই প্রিয় দেশ পেতাম না। বঙ্গবন্ধুর সাফল্যময় বর্ণাঢ্য জীবন, আমাদের চলার পথের অনুপ্রেরণা সাহস এবং ভালবাসা। বিজ্ঞপ্তি