বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ বিতরণ

29

 

এক সাগর রক্ত, ত্যাগ আর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধের বিজয়। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহব্বানে বাঙালি জাতি জীবনপন লড়াই করে বাংলাদেশকে পাকিস্তানী সামরিক জ্যান্তার দখল থেকে মুক্ত করে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে। ৪৯তম মহান বিজয়ের এ মাসে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ ‘বঙ্গবন্ধু’র সংক্ষিপ্ত জীবনী’ বই শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচি শুরু করেছে। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজ ও স্কুল পর্যায়ে এ বইটি বিনামূল্যে বিতরণ করা হবে।
গত রোববার সকাল ১০টা ‘বঙ্গবন্ধু’র সংক্ষিপ্ত জীবনী’ বইটি দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে অধ্যয়নরত একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে বিতরণ করে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করা হয়। অত্র কলেজের অধ্যক্ষ মিসেস ঝিনু আরা বেগম ও শিক্ষকদের উপস্থিতিতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় আবদুর রহিম বলেন, জাতির পিতার যাপিত ৫৫ বছর সময়ে শিশুকাল, শৈশবকাল, যৌবনকাল, রাজনীতি, নির্যাতন, আন্দোলন-সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনা ইত্যাদি বিষয়গুলো শিক্ষার্থীরা আয়ত্ত করে নিজেরা গড়ে উঠে দেশ ও জাতির জন্য অবদান রাখতে সক্ষম হলেই বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের প্রচেষ্টা সফল হবে। এ সময় সংগঠনের পক্ষে ডা. জামাল উদ্দিন, মীর আবদুর রহমান মামুন, জাবেদুল ইসলাম সিফন, আসিফ ইকবাল, শহীদুল ইসলাম সুজন, বোরহান উদ্দিন গিফারী, রাশেদ মাহমুদ ও মো. হানিফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি