বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস

95

রাঙ্গুনিয়ায় : রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে শোভাযাত্রা, বেলুন উত্তোলন, কেক্ কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের মুক্তমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোমিনুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াছ, প্রকৌশলী মো. দিদারুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের এজিএম জুয়েল দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা আ.লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, পৌরসভার সভাপতি মাস্টার আসলাম খাঁন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, জিসা চাকমা, লায়লা বিলকিস প্রমুখ।

আনোয়ারা জেকেএস উচ্চ বিদ্যালয়: আনোয়ারা উপজেলার জেকেএস উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত রবিবার সকালে শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের হেড মৌলানা আবু ছাদেক ছিদ্দিকী,সহকারি শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, খোকন চন্দ্র নাথ, সমীর কান্তি নাথ ও বদরুল হক। শিক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন সোহাইল রানা, তারেকুর রহমান ও তানজু আক্তার প্রমুখ। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

ফতেয়াবাদে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদ্যাপন :
গতকাল সন্ধ্যা ৭ ঘটিকার সময় ফতেয়াবাদ জামে মসজিদ চত্বরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর আলহাজ্ব জাফর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব নাসের আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল আলম, রিমন মুহুরী, পারভেজ আলম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: আলাউদ্দিন সোহেল, এম. এ. রাসেল, ডা: রাজেশ দেব, অভিজিৎ শীল, মোস্তফা কামাল, ফরহাদুল আলম, ইকবাল হোসেন, মো: জুয়েল, নয়নমণি, সেকান্দর হোসেন বাদশা, ইমরান বাপ্পী, মিটু বেলাল, মতাজ উদ্দিন, মেজবাহ চৌধুরী, আলী জানু, নাহিয়ান, সায়মন, ইরফান, মামুন, রুবেল, জয়নাল প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটা হয়।

কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন উপলক্ষে ১৭ মার্চ দুপুরে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের জমিদাতা মোহাম্মদ সাইফুল আলম (জজ), প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সভাপতি আলমগীর খালেদ, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ, এড. হোসাইন রানা, সিরাজুল ইসলাম, মো. এমরান, মোর্শেদ জুনু, সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আন্নারানী সেনগুপ্তা, জেলা যুবলীগ নেতা মর্তুজা কামাল মুন্সি, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, প্রচার সম্পাদক এনামুল হক মজুমদার, ইউনিয়ন যুবলীগ নেতা বেলাল চৌধুরী, সবুজ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, আমিনুল ইসলাম লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন সরোয়ার, সাধারণ সম্পাদক আবু তৈয়ব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি আরেকটির অবিচ্ছেদ্য একটি বিষয়। বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিকে নিজের জীবনের বিনিময়ে উপহার দিয়েছিলেন একটি স্বাধীন স্বার্বভৌম দেশ। জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে। তিনি অরোও বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করে তুলতে হবে। পরে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উৎযাপন করেন হুইপ সামশুল হক চৌধুরী সহ অতিথিবৃন্দ।

কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষ্যে গত ১৭মার্চ রোববার সকালে কর্ণফুলী মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বরে আয়েঅজিত এক সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ বাবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল জলিল লিটন, ফয়সাল ইমরান, সেলিম উদ্দীন সানি, নুরুল আকতার, আবদুল গফুর, ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন টিপু, মো. ইকবাল হোসেন, মো. ওয়াহিদ, আলা উদ্দীন, শামসুল আলম শাহীন, মো. আয়ুব খান, রমজান আলী, নাঈম উদ্দীন, মো. সুমন, আমিনুল ইসলাম, আজগীর, সহিদুল ইসলাম, মো. ইকবাল, মনির আহমদ প্রমুখ।

চন্দনাইশ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা : চন্দনাইশে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়। গত ১৭ মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা সদরস্থ কাসেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠনের সভাপতি আবদুছ ছবুর অপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা। প্রধান বক্তা ছিলেন, জেলা কমিটির সহ-সভাপতি আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, জেলা কমিটির সহ-সভাপতি জিল্লুর রহমান, এড. মো. ফোরকান, শহীদুল আলম, আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, সালেহ নুর চৌধুরী তানভীর। আলোচনায় অংশ নেন, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সোহেল, ইফতেখার চৌধুরী মাহিন, মো. ইমন, মাসুদ পারভেজ, ফোরকান আজাদ, অধ্যাপক মো. হাসান, সিরাজুল ইসলাম, মীর মো. নোমান, সাইফুল ইসলাম, সাগর, রানা, ফয়সাল, দীপু, সাকিব, আসিফ প্রমূখ। আলোচনা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিনের উৎসব পালন করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশ গ্রহণকারী ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় : চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয়া শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা বিদ্যালয় মিলায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো. ওসমান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন সহকারি প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া, শিক্ষক যথাক্রমে পাপিয়া চৌধুরী, তাহমিনা আকতার, সালমা হোসেন শাহীন, টিটু রাণী দে, শ্যামল ভট্টচার্য্য, দীপ্ত বড়ুয়া, বিলাস বড়ুয়া, রুপন দে, রাখাল চন্দ্র দাস, শিক্ষার্থী কানিজ ফাতেমা মনি, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া সুলাতানা, শিপা, নাদিয়া আকতার প্রমুখ। সভার শুরুতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।

দক্ষিণ-পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় : চন্দনাইশ সদরস্থ দক্ষিন পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয়া শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা বিদ্যালয় মিলায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক উৎপল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন পৌর আ’লীগের আহবায়ক এম কায়ছার উদ্দীন চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন লিটন বড়ুয়া, বেলাল উদ্দীন, শিক্ষক যথাক্রমে হাফছা বেগম, জসিম উদ্দীন, কুলছুমা আকতার, নোমান উদ্দীন, আয়েশা নাজনিন, আতিকা নুসরাত, মো. কামরুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।

গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় : চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয়া শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, নৃত্য, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা বিদ্যালয়ের সাহিত্যিক আহমদ ছফা মিলায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জাকের হোসাইনের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে জোবাইদা নাছরিন, ঝর্ণা দে, লাভলী রাণী শীল, কামাল উদ্দীন, মাছুমা নিশাত, জাহানারা বেগম, নুরুল আনোয়ার, সাম্মী আকতার, শিক্ষার্থী ছামিহা তাফান্নুম, তানজিমুল হোসাইন জামি, নার্গিস আকতার প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খানদীঘি হাই স্কুলে জাতীয় শিশু দিবস উদযাপিত : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু দিবসে ঐতিহ্যবাহী খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা বিদ্যালয়ের শিক্ষাবিদ ওয়াহেদ মাষ্টার মিলনায়তনে প্রধান শিক্ষক বাবু মিল্টন বিকাশ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি তরুন রাজনীতিবিদ মো. শাখাওয়াত হোসেন শিবলী। তিনি বলেন বঙ্গবন্ধুর গৌরবময় আত্মজীবনী বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তাঁর মহান আর্দশ ধারণ করে আমাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদ সদস্য মৌলানা হারুনুর রশীদ, মো. নজরুল ইসলাম আনোয়ার, মো. নুরুল ইসলাম রানা, সহ-প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন, মাওলানা কামাল উদ্দিন, প্রনব কুমার নাথ, সুনিল কান্তি দাশ, সুজিত মিত্র, মো. ইয়াছিন মিয়া, রুপন কমিার সুশীল, বিকাশ চন্দ্র দে, মো. ইব্রাহিম গফুর প্রমুখ। বিজ্ঞপ্তি